২০২৫ সালে শান্তদের ৪৫ ম্যাচ— জেনে নিন কবে-কোথায়
২ জানুয়ারি ২০২৪ ০৯:২৪ | আপডেট: ২ জানুয়ারি ২০২৪ ১১:৫০
২০২৪ সালে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ক্রিকেট দল। সব ফরম্যাট মিলিয়ে ৪০টি ম্যাচ খেলবেন সাকিব-মুশফিকরা। এই বছরের চেয়ে আগামী বছর আরও বেশি ম্যাচ খেলবেন শান্তরা। তিন ফরম্যাট মিলিয়ে ২০২৫ সালে কমপক্ষে ৪৫টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
২০২৫ সালের শুরুটা হবে চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে। ২০২৩ বিশ্বকাপে ২ জয় নিয়ে কোনরকমে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে থাকবে দুটি গ্রুপ। গ্রুপ পর্বে ৩টি ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্ব পার হতে পারলে আরও ম্যাচ খেলার সম্ভাবনা থেকেই যাচ্ছে সাকিবদের।
মার্চে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। এই সফরে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলবে তারা। মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সেখানেও ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলবেন সাকিব-শান্তরা।
জুনে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ। এই সফরে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলবে তারা। আগস্টে বাংলাদেশ সফরে আসবে ভারত। এই সফরে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলবেন কোহলিরা।
সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। ভেন্যু এখনো নির্ধারিত না হলেও খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। গ্রুপ পর্বে ২টি ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্ব পেরোতে পারলে রয়েছে আরও ম্যাচ খেলার সুযোগ। অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলবে দুই দল।
বছরের শেষ সিরিজে ঘরের মাঠে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজে থাকবে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ম্যাচ।
সারাবাংলা/এফএম