Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি প্রচারে জমজমাট মিরপুর

স্টাফ করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৪ ০৯:২৮

ঢাকা: নির্বাচনি প্রচার জমে উঠেছে মিরপুরে। বিভিন্ন দলের প্রার্থীরা অংশ নিচ্ছেন বিভিন্ন সভা-সমাবেশ ও গণসংযোগে। সোমবার (১ জানুয়ারি) সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

এদিন ঢাকা-১৫ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার মাগরিবের নামাজের পর পীরেরবাগ বাড়ি মালিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভা করেন। রাজধানীতে প্রধানমন্ত্রীর সমাবেশ থাকায় সেখান অংশ নেওয়ায় তিনি দিনের বেলায় প্রচার চালাননি।

বিজ্ঞাপন

একই আসনে লাঙ্গল প্রতীকের শামসুল হক, মশাল প্রতীকের জাসদ মনোনীত প্রার্থী মুহাম্মদ সামছুল ইসলাম ও একতারা প্রতীকের বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত সামছুল আলম চৌধুরি সুরমা প্রচার-প্রচারণা চালান।

এদিকে ঢাকা-১৬ আসনে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ সোমবার সকাল সাড়ে দশটায় ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে রুপনগর ও পল্লবী এলাকার ইমাম, খতিব ও মাদরাসার প্রিন্সিপালদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।

এদিন বাদ মাগরিব মিরপুর ১১ নম্বর মিল্লাত ক্যাম্প ও ভাসানি মোড়  এবং  মিরপুর ৬ নম্বরে গণসংযোগ ও নির্বাচনি সভা করেন নৌকার এই প্রার্থী।

একই আসনে লাঙ্গল প্রতীক নিয়ে আমানত হোসেন আমানত, ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ও রুপনগর থানা আওয়ামী লীগের  সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন রবিন এবং আম প্রতীক নিয়ে   এনপিপি সমর্থিত প্রার্থী তারিকূল ইসলাম সুমন গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

ঢাকা-১৪ আসনে নৌকার প্রার্থী মাইনুল হোসেন নিখিল সোমবার বাদ মাগরিব দারুস সালামের খালেক পাম্প এলাকায় ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নিক্কন এবং শীতল ছায়া আবাসিক এলাকার রোজ গার্ডেনে ঢাকা মহানগর উত্তর যুবলীগের প্রচার সম্পাদক রাকিব হোসেন মিরনের নির্বাচনি সভায় যোগ দেন।

বিজ্ঞাপন

একই আসনে ট্রাক প্রতীকের সাবিনা আক্তার তুহিন, কেটলি প্রতীকের  মো. লুৎফর রহমান, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেড আই রাসেল, দালান প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিবুল্লাহ, বাঁশি প্রতীকের কাজী ফরিদুল হক হ্যাপি, লাঙ্গল প্রতীকের আলমাস উদ্দন ও সোনলী আঁশ নিয়ে তৃণমূল বিএনপি সমর্থিত প্রার্থী মো. নাজমুল ইসলাম কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন।

সারাবাংলা/জেজে/এমও

জমজমাট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনি প্রচার মিরপুর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর