কুড়িগ্রাম-৪: লাঙ্গলে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জেপির রুহুল
২ জানুয়ারি ২০২৪ ০০:১৭ | আপডেট: ২ জানুয়ারি ২০২৪ ০০:৪০
কুড়িগ্রাম: শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় কুড়িগ্রাম-৪ আসনে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. রুহুল আমিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. সাইফুর রহমান বাবলুকে সমর্থন জানিয়েছেন তিনি। নিজের কর্মী-সমর্থকদের প্রতি বাবলুর লাঙ্গল প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ঢাকায় জাতীয় হৃদরোস্ট ইনস্টিটিউটে ভর্তি আছেন রুহুল আমিন। সোমবার (১ জানুয়ারি) সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক ভিডিওবার্তায় তিনি ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। রুহুল আমিন এই আসন থেকে ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
জেপি (মঞ্জু) প্রার্থী রুহুল আমিন ভিডিওবার্তায় বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি আছেন। এখন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও অসুস্থ অবস্থায় তার পক্ষে নির্বাচনি প্রচারণা চালানো সম্ভব না। সে কারণেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
কর্মী-সমর্থকদের উদ্দেশে রুহুল আমিন বলেন, জাতীয় পার্টির প্রার্থী মো. সাইফুর রহমান বাবলুকে তিনি সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। তারা যেন সবাই এই আসনে লাঙ্গল প্রতীকের প্রার্তীকে বিজয়ী করার জন্য কাজ করেন।
এর আগে সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়েন সাবেক সংসদ সদস্য রুহুল আমিন। তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন তিনি।
কুড়িগ্রামের এই আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়েছিলেন আওয়ামী লীগের জাকির হোসেন। তিনি বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। এবারে আওয়ামী লীগ এই আসন থেকে প্রার্থী করেছে বিপ্লব হাসানকে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন তিন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম (ট্রাক), মজিবর রহমান (ঈগল) ও ফারুকুল ইসলাম (ঢেঁকি)। তাদের সঙ্গে জাপা ও জেপি প্রার্থীসহ সব মিলিয়ে ভোটের লড়াইয়ে ছিলেন ১১ জন। জেপির রুহুল আমিন সরে দাঁড়ানোয় সে সংখ্যা নেমে এলো ১০-এ।
সারাবাংলা/টিআর
কুড়িগ্রাম কুড়িগ্রাম-৪ জাপা প্রার্থী জাপা প্রার্থীকে সমর্থন জেপি প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রুহুল আমিন