Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে ফের নৌকার নির্বাচনি ক্যাম্পে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৪ ২২:৪২

রূপগঞ্জ থেকে: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রীতিমতো হুমকি দিয়ে এই আগুন দেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।

সোমবার (১ জানুয়ারি) রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের জিন্দাপার্ক এলাকার নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়া হয়। নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়ার বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় সন্ধ্যায় রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আহাম্মদ আলী সিকদার বাদী হয়ে অভিযোগটি করেন। অভিযোগে দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ওরফে জাহাঙ্গীরসহ ১৮ জনের নাম রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, দাউদপুরের জিন্দা এলাকায় গোলাম দস্তগীরের একটি অস্থায়ী নির্বাচনি ক্যাম্প রয়েছে। পাশাপাশি আসনটির স্বতন্ত্র প্রার্থী (কেটলি প্রতীক) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়ারও একটি নির্বাচনি ক্যাম্প আছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, নির্বাচনকে ঘিরে কেটলি প্রতীকের লোকজন নৌকার লোকজনকে হুমকি দিয়ে আসছিল। এর মধ্যে সোমবার ভোরে অভিযুক্ত কেটলি প্রতীকের লোকজন ক্যাম্পটিতে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে ক্যাম্পে থাকা প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের পোস্টার, ব্যানার ও চেয়ারের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়নি।

বিজ্ঞাপন

আলী হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, আগুন দেওয়ার ঘটনা দেখে স্থানীয় ব্যক্তিরা আওয়ামী লীগের লোকজনকে জানালে তারা এসে আগুন নেভান। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।’

উল্লেখ্য, রূপগঞ্জে নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্পে এটি দ্বিতীয়বারের মতো আগুন দেওয়ার ঘটনা। এর আগে, গত শুক্রবার রাত আটটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্ব নাওরা এলাকায় নৌকার ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার সমর্থক হিসেবে পরিচিত পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোশাররফ হোসেনকে প্রধান আসামি করে থানায় একটি মামলা হয়েছে। তবে ঘটনার তিন দিন পার হলেও ওই মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি।

সারাবাংলা/এসবি/পিটিএম

আগুন গোলাম দস্তগীর গাজী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনি ক্যাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর