Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. ইউনুস ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন: আইনজীবী

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৪ ১৭:১৫

ঢাকা: শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সাজায় তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে মনে করছেন সরকারবিরোধী রাজনৈতিক জোটের সঙ্গে সংশ্লিষ্ট দুজন আইনজীবী।

সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘আমি এ রায়কে নির্দেশিত রায় বলে মনে করি। ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন ড. ইউনূস।’

গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আরও বলেন, ‘দেশের জনগণের সম্পদ লুণ্ঠন করে যারা ব্যবসা-বাণিজ্য করছেন, বিদেশে পাচার করছেন, যারা শ্রমিকদের প্রতি অন্যায়-অবিচার করছেন, শুধু তাই নয় আন্তর্জাতিক শ্রমিক আইন লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখি না। কিন্তু একজন ব্যক্তি যখন দেশের সম্মান বৃদ্ধিতে কাজ করছেন, তখন আমরা তাকে বিচারের নামে হয়রানি করতে দেখছি।’

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। অথচ বাংলাদেশে তিনি বারবার নির্যাতিত হচ্ছেন। নিম্ন আদালতকে নিয়ন্ত্রণ করে একজন বিশ্ববরেণ্য মানুষকে সাজা দেওয়া অত্যন্ত দুঃখজনক। এই সাজা কোনোভাবেই আইনসম্মত হয়নি।’

সারাবাংলা/ইউজে/একে

কারাদণ্ড ড. ইউনূস নোবেল বিজয়ী শ্রম আইন সাজা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর