Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে মাতৃভাষায় বই পেল ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৪ ১৫:০০

রাঙ্গামাটি: সারা দেশের মতো পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও প্রাথমিকের বই বিতরণ করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি একইদিন মাতৃভাষায় বই পেয়েছে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা। এতে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবক।

সোমবার (১ জানুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের গৌধুলী আমানতবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) হৃষীকেষ শীলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বই উৎসবের উদ্বোধন করেন জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৌশিক চাকমাসহ অনেকে। এসময় নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।

জানা গেছে, দেশের সংখ্যায় ক্ষুদ্র জাতিসত্তার ভাষা সংরক্ষণের জন্য ২০১৭ সাল থেকে তিন পার্বত্য জেলায় চাকমা, মারমা ও ত্রিপুরা ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করা হচ্ছে মাতৃভাষার বই। পাশাপাশি শুরু হয় মাতৃভাষায় পাঠদান কার্যক্রম। বিদ্যালয়র নিজ নিজ সম্প্রদায়ের শিক্ষকদের প্রশিক্ষণের পর তাদের দিয়ে পরিচালনা করা হয় পাঠদান কার্যক্রম।

সারা দেশের প্রতিটি বিদ্যালয়ে বই উৎসব চললেও পাহাড়ের বই উৎসবে নতুন মাত্রা যোগ দিয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষায় বই বিতরণ। প্রথম দিনেই জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে দেয়া হয়েছে নিজ মাতৃভাষার বই।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, এ বছর রাঙ্গামাটি জেলায় ২৮ হাজার ১৫৫ জন চাকমা, মারমা, ত্রিপুরা ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করা হবে ৬৩ হাজার ৪৬৮টি বই। প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা পাচ্ছে এই বই।

বিজ্ঞাপন

এরমধ্যে প্রাক-প্রাথমিকে ৭ হাজার ৯ জন, প্রথম শ্রেণির ৭ হাজার ৪৩ জন, দ্বিতীয় শ্রেণীর ৭ হাজার ১০৯ ও তৃতীয় শ্রেণির ৬ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী মাতৃভাষায় বই পাবে।

অন্যদিকে, জেলার দশ উপজেলায় প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির ৩ লাখ ৮৬ হাজার ৭৮৯টি সাধারণ পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।

বই পেয়ে শিক্ষার্থী আকৃতা চাকমা, যশমিত্রা চাকমা বলেন, ‘আমরা শিশু শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উঠেছি। আমাদের নতুন বই পেয়ে অনেক ভালো লাগতেছে। আমরা খুব খুশি হয়েছি।’

অভিভাবকরা বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা নিজেদের ভাষায় বই পেয়েছে, এতে আমরাও অনেক খুশি। তবে শুধু বই দিচ্ছে, কিন্তু শিক্ষক নাই। যদি স্কুল থেকে শিক্ষক দেয় তাহলে বাচ্চারা নিজেদের মাতৃভাষা শিখতে পারবে।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হৃষীকেষ শীল বলেন, ‘পার্বত্য জেলার জন্য মাতৃভাষায় যে বইটি সরকার চালু করেছে সেই বইগুলো শতভাগ আমাদের কাছে চলে এসেছে এবং ইতিমধ্যে সেগুলো আমরা বিদ্যালয়ও পৌঁছে দিয়েছি। আজ সারা দেশে উদ্বোধনের মাধ্যমে সকল শিক্ষার্থী হাতে বই তুলে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘পার্বত্য জেলা পরিষদের সহায়তায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের মাতৃভাষা শিক্ষা দেওয়ার প্রশিক্ষণ শুরু করেছি । এ বছরও জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, আগামী ফেব্রুয়ারি থেকে আমরা আবার প্রশিক্ষণটি শুরু করব।’

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘ক্ষুদ্র নৃ গোষ্ঠী শিক্ষার্থীদের মাতৃভাষা শিক্ষাটি ধরে রাখার জন্য সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকায় আজও রাঙ্গামাটিতে উৎসব মুখর পরিবেশে সব ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে তাদের মাতৃভাষার বই বিতরণ করা হয়েছে।’

সারাবাংলা/এমও

ক্ষুদ্র নৃগোষ্ঠী মাতৃভাষায় বই রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর