Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উচ্ছ্বাস-উদ্দীপনায় বই বিতরণ উৎসব উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৪ ১৩:৪৭ | আপডেট: ১ জানুয়ারি ২০২৪ ১৩:৪৮

ঢাকা: বিপুল উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে প্রাথমিকের বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) রাজধানীর মিরপুরের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বই উৎসবের উদ্বোধন করেন।

বেলুন এবং পায়রা উড়িয়ে বই বিতরণ উৎসব-২০২৪ এর উদ্বোধনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি), রেজওয়ান হায়াত, অতিরিক্ত মহাপরিচালক মাহবুবুর রহমানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এরপর শিক্ষার্থীরা, নৃত্য, গান, কোরিয়গ্রাফি প্রদর্শন করে বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা। এছাড়া প্রামাণ্য চিত্র প্রদর্শনও করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেন, ‘নতুন বই শিশুদের জন্য প্রধানমন্ত্রীর নতুন বছরের উপহার। নতুন বই শিশুকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করে। সময়ের পরিক্রমায় এটি এখন বই উৎসবে পরিণত হয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি), অতিরিক্ত মহাপরিচালক মাহবুবুর রহমান।

আলোচনা সভায় বক্তারা জানান, ২০১০ সাল থেকে প্রতি বছর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন। এ ধারাবাহিকতায় সারাদেশে একযোগে বছরের প্রথম দিনে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট দফতরসমূহের কর্মকর্তা-কর্মচারী এবং ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বই বিতরণ উৎসব উদযাপিত হয়ে আসছে।

বিজ্ঞাপন

২০২৪ শিক্ষাবর্ষে সর্বমোট ২ কোটি ১২ লাখ ৫২ হাজার ৬ জন শিক্ষার্থীর মাঝে ৯ কোটি ৩৮ লাখ হাজার ৬০৬টি পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

আলোচনা শেষে শিক্ষার্থীদের নতুন বছরের বই তুলে দেন অতিথিরা। এ সময় নতুন বই পেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করতে থাকে শিশু শিক্ষার্থীরা।

সারাবাংলা/কেআইএফ/এমও

উচ্ছ্বাস উৎসব বই বিতরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর