Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের বিরুদ্ধে গোটা দেশ: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৪ ১১:৪১ | আপডেট: ১ জানুয়ারি ২০২৪ ১১:৪২

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জোর করে, জবরদস্তি করে, জনগণকে ধমক দিয়ে আওয়ামী লীগ একটি অবৈধ নির্বাচন করতে চাচ্ছে। এ নির্বাচনের বিরুদ্ধে গোটা দেশ, গোটা জাতি।

সোমবার (১ জানুয়ারি) সকালে মিরপুরের কাফরুল এলাকায় লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে কাফরুল থানা বিএনপি এ লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করে।

রিজভী বলেন, ‘তারা নিজেরা নিজেরা খুন করছে, নাশকতা করছে, মানুষ মারছে আর এটা চাপিয়ে দিচ্ছে যারা গণতন্ত্ররে জন্য লড়াই করছে তাদের ওপর, যারা দীর্ঘদিন ধরে মানুষের অধিকারের জন্য লড়াই করছে, মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করছে তাদের ওপর।’

তিনি বলেন, ‘তারা জোর করে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। সরকার যাতে জোর করে ক্ষমতায় থাকতে না পারে, সে জন্য তাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখুন। ভোট দিতে যাবেন না, অবৈধ নির্বাচন মানবেন না।’

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ গনতন্ত্রকে আগেই হত্যা করেছে। এখন ডামি নির্বাচনের মাধ্যমে গনতন্ত্রকে দাফন করতে চায়। অবৈধ সরকারের পাতানো এই নির্বাচনে প্রার্থী নিজেই বলছেন, আমি ভারতের প্রার্থী। জনগণের বুঝতে আর বাকি নেই, কেমন নির্বাচন হতে যাচ্ছে।’

নির্বাচনের ফলাফল ভোটের আগেই ঠিক হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, ‘শুধু রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা খরচ করা ছাড়া আর কিছু নেই। ডামি এই নির্বাচন ইতিমধ্যেই ড্যাম হয়ে গেছে। ভাগ-বাটোয়ারার এই নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির অর্থনীতি বিষয়ক সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, বিএনপি নেতা জাকির হোসেন, কাফরুল থানা বিএনপির যুগ্ম আহবায়ক আকরামুল হক আকরাম, ফজলুর রহমান মন্টু, ছাএদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল, থানা বিএনপির সদস্য ওহিদ আলম শাহাদাৎ কয়েল, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আনছার আলী, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শিমুল হোসেন ফারুক, ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, ঢাকা মহানগর উএর ছাএদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল হাসান ইফাত, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহসিন হোসেন, কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুমন হোসেন, কাফরুল থানা মহিলা দলের আহবায়ক নাজমা আক্তারসহ অনান্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/ইআ

রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর