Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় আওয়ামী লীগের নির্বাচনি জনসভা আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৪ ০৮:৫৯

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর কলাবাগান মাঠে নির্বাচনি জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে জনসভা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌখভাবে এই জনসভার আয়োজন করেছে। এতে রাজধানীর সবগুলো আসনের নৌকার প্রার্থী উপস্থিত থাকবেন।

ইতোমধ্যে জনসভার প্রস্তুতি শেষ হয়েছে। নগর আওয়ামী লীগ নেতারা দলের নির্বাচনী জনসভায় ব্যাপক লোকসমাগমের আশা করছেন। জনসভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

এর আগে, গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) আওয়ামী লীগ জনসভার অনুমতি চেয়ে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কাছে চিঠি দেয়। সেদিনই এক চিঠিতে নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন এবং নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা অনুসরণের শর্তে জনসভা আয়োজনের অনাপত্তি দেওয়া হয়।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনি জনসভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর