বাগমারায় দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩০
৩১ ডিসেম্বর ২০২৩ ২১:০৬ | আপডেট: ১ জানুয়ারি ২০২৪ ০০:২০
রাজশাহী: রাজশাহী-৪ আসনে নৌকা প্রতীকের সমর্থক ও কাঁচি প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে পুলিশ।
রোববার (৩১ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার মাদারীগঞ্জ বাজারে এই সংঘর্ষ হয়েছে। আহতদের উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে তাদের নাম জানাতে পারেনি।
পুলিশ জানায়, স্বতন্ত্র প্রার্থী ও সংসদ সদস্য এনামুল হক মাদারীগঞ্জ বাজারে গণসংযোগ করছিলেন। নৌকা প্রতীকের প্রার্থীদের প্রচার মিছিল বের হয়েছিল। প্রচার মিছিল লক্ষ্য করে ইটপাটকেল মারার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়েছে। দুইপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
পুলিশ আরও জানায়, নৌকার সমর্থকরা অভিযোগ করেছে প্রচার মিছিল লক্ষ্য করে ইটপাটকেল মেরেছে কাঁচির সমর্থকরা। আর এতে নেতৃত্ব দেন সংসদ সদস্য এনামুল হক। এদিকে কাঁচি প্রতীকের সমর্থকরা অভিযোগ করেছেন, মিছিল থেকে এনামুল হককে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়েন নৌকার সমর্থকরা। এতে এনামুল হকও আহত হয়েছে।
তবে এনামুল হককে সুস্থ অবস্থায় সেখানে প্রতিবাদ সমাবেশ করতে দেখা গেছে। এ ঘটনার পর গোটা বাগমারা উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পরেছে। পুরো মাদারীগঞ্জ বাজার এলাকা রণক্ষেত্র পরিণত হয়।
এই বিষয়ে কথা বলার জন্য এমপি এনামুল হককে কল দিয়ে তিনি রিসিভ করেননি। আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদকে কল দিলে তাকেও পাওয়া যায়নি। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বাগমারা থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার বলেন, ‘ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বিজিবিও এসেছিল। এখন পরিস্থিতি পুরো শান্ত আছে। কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। তবে দুই প্রার্থীর অভিযোগ গ্রহণ করব।’
এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে দুইপক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে।
সারাবাংলা/একে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনি প্রচার বাগমারা রাজশাহী রাজশাহী-৪