Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৪৬টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ: সিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৩ ২০:১২

চট্টগ্রাম ব্যুরো: ৭ জানুয়ারির নির্বাচনে চট্টগ্রাম নগরীর ৬৬০টি কেন্দ্রের মধ্যে ৪৪৬টিকে অধিক গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন নগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।

রোববার (৩১ ডিসেম্বর) নগরীর মনসুরাবাদ পুলিশ লাইনে সিএমপি’র ডগ স্কোয়াড কে-নাইন ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘চট্টগ্রাম মহানগরীতে তিনটি পূর্ণাঙ্গ ও চারটি সংসদীয় আসনের আংশিক অবস্থান। এগুলোর মধ্যে ৬৬০টি কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বাকিগুলোতে থাকবে জেলা পুলিশ। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভৌগলিক অবস্থান এবং প্রভাবশালী প্রার্থীর বাসাবাড়ি বিবেচনায় নিয়ে ৪৪৬টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ কেন্দ্রে চার জন এবং কম গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিন জন করে অস্ত্রধারী পুলিশ এবং দুই জন করে অস্ত্রধারী আনসার সদস্যসহ ১৫ জন আনসার মোতায়েন থাকবে। এর পাশাপাশি মোবাইল টিম, থানা এবং কন্ট্রোল রুমে স্ট্রাইকিং টিম থাকবে। সোয়াত, বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের কে-নাইন ইউনিটকেও স্ট্রাইকিং হিসেবে রাখা হবে।’

নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে জানিয়ে সিএমপি কমিশনার বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। এর একটি তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের আগের দিন পর্যন্ত, একটি নির্বাচনের দিন এবং অপরটি নির্বাচন পরবর্তী সময়ের জন্য। নির্বাচনের আগে পুলিশের বিশেষ অভিযানে বেশকিছু অস্ত্র এবং নির্বাচনের জন্য হুমকি হতে পারে এমন কয়েকজন লোককেও গ্রেফতার করা হয়েছে।’

বিজ্ঞাপন

ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত জানিয়ে কৃষ্ণপদ রায় বলেন, ‘নির্বাচনে প্রধান আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশের পাশাপাশি তাদের সহযোগী সংস্থাগুলোও নির্বাচনকে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে। ভোটাররা কেন্দ্রে গিয়ে নিরাপদে যেন ভোট দিতে পারেন সেজন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘নির্বাচন কমিশন বলেছেন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও ক্রেডিবল ইলেকশন তারা নিশ্চিত করতে চান, সেটা নিশ্চিত করতে সিএমপি’র সব সদস্য প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনকে ভীতিহীন করতে নির্বাচনের তিন আগে থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত পাঁচ দিনে সিএমপি’র ৪ হাজারের বেশি অফিসার ও ফোর্স মোতায়েন থাকবে।’

এসময় নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এম এ মাসুদ, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এ এস এম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আব্দুল মান্নান মিয়া, উপ-কমিশনার (সদর) আব্দুল ওয়ারীশ ও উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইসি/এমও

সিএমপি কমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর