Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মমতাজের পাশে নেই ৩ বোন, সমর্থন দিলেন ট্রাককে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৩ ১৮:০২ | আপডেট: ১ জানুয়ারি ২০২৪ ০০:২২

মানিকগঞ্জ: মানিকগঞ্জ ২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের পাশে নেই তিন বোন। বোনের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে (ট্রাক প্রতীক) সমর্থন দিয়ে গলায় মালা পরিয়েছেন।

তিন বোন হলেন রেহেনা খাতুন, জাহানারা ও শাহনাজ পারভীন। এরা মমতাজের প্রয়াত পিতা মধু বয়াতির প্রথম স্ত্রীর সন্তান।

বিজ্ঞাপন

শনিবার রাত ১০টায় নৌকা প্রার্থী সংসদ সদস্য মমতাজ বেগমের নিজ গ্রাম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্বভাকুম ভেঙ্গা মাকের্টে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর নির্বাচনি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক চলাকালীন মমতাজের তিন বোন ফুলের মালা নিয়ে সেখানে হাজির হন। এ সময় তিন বোন একে একে স্বতন্ত্র প্রার্থীর গলায় ফুলের মালা পরিয়ে সমর্থন জানান। এ সময় স্বতন্ত্র প্রার্থীও তিন বোনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। উঠান বৈঠকে উপস্থিত মানুষজন এ সময় করতালি দিয়ে তিন বোনকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সমর্থন জানানোর কারণে স্বাগত জানান। স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু তিন বোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের তিন বোন স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন জানানোর কারণে নির্বাচনি এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে।

সারাবাংলা/একে

টপ নিউজ ট্রাক প্রতীক তিন বোন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মমতাজ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর