Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বতন্ত্র প্রার্থীকে ইবলিশ বলায় আবারও শম্ভুকে শোকজ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৩ ১৭:২৮ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৮

ঢাকা: স্বতন্ত্র প্রার্থীদের ইবলিশ, ইডিয়েট ও মোনাফেক বলায় বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে শোকজ করেছে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি। একই সঙ্গে যে জনসভায় তিনি এই বক্তব্য দিয়েছেন তার অনুমতি নেওয়া হয়েছিল কিনা তাও পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তার কাছে জানতে চেয়েছে ওই কমিটি।

রোববার (৩১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখা জানিয়েছে বরগুনা-১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আহমদ সাঈদ শম্ভুকে শোকজ করেছেন। সম্প্রতি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

এক পত্রিকার খবরের উদ্ধৃতি দিয়ে শম্ভুকে দেওয়া শোকজ লেটারে উল্লেখ করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা-১ আসনের তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীকের জনসভায় প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, স্বতন্ত্র প্রার্থীদের সমালোচনা করে ইবলিশ, ইডিয়েট ও মোনাফেক বলে মন্তব্য করেন।

জনসভায় তিনি বলেন, ‘যারা বলে উন্নয়ন হয়নি তারা ইডিয়ট, সব মোনাফেকি কথা, ইবলিশের কথা, এই ইবলিশ শব্দটি হলো আল্লাহর কথা, আর আমাদের ভাষায় হলো শয়তান, আমি আল্লাহর ভাষায় তাদের ইবলিশ বলব। এই ইবলিশদের বিচার হবে ইনশাআল্লাহ। ভোট কি চাইলেই দিয়ে দেবে, আমার আমলে এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে, অনেক রাস্তাঘাট, তাপবিদ্যুৎ কেন্দ্র, ফায়ার সার্ভিস স্টেশন, পশু হাসপাতাল ও সাবরেজিস্ট্রি অফিস নির্মাণ করা হয়েছে, গ্রামীণ রাস্তাঘাটের জন্য আমি সাড়ে সাতশ কোটি টাকা বরাদ্দ করেছি, কে বলেছে উন্নয়ন হয়নি, যারা বলেছে উন্নয়ন হয়নি তারা ইবলিশ (শয়তান)।’

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৭৩ (৩)(ক) ধারা এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১(ক) বিধি লঙ্ঘন করার অভিযোগ পাওয়া যায়। এমতাবস্থায় আপনি নিজে বা প্রতিনিধির মাধ্যমে আপনার লিখিত বক্তব্য আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট দাখিল করিতে আপনাকে নির্দেশ প্রদান করা হলো।

উল্লেখ্য এর আগে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ইসি।

সারাবাংলা/জিএস/একে

ইসি টপ নিউজ ধীরেন্দ্রনাথ শম্ভু নির্বাচন কমিশন শোকজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর