ঢামেকে কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৩ ১৬:৫০ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ১৬:৫২
৩১ ডিসেম্বর ২০২৩ ১৬:৫০ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ১৬:৫২
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহআলম ওরফে কালু (৪৫) নামে কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে কারারক্ষিরা ওই বন্দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষিরা অচেতন অবস্থায় শাহআলম ওরফে কালুকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, ওই বন্দির বাসা বংশালের সুরিটোলা লুৎফর রহমান লেনে। সুত্রাপুর থানার হত্যা মামলার আসামি ছিলেন। তার বাবার নাম আজমত আলী। হাজতি নম্বর ৫৩২/২৩।
সারাবাংলা/এসএসআর/ইআ