ডলার পরিস্থিতি ৭ মাসে ভালো অবস্থানে যাবে: জ্বালানি প্রতিমন্ত্রী
৩১ ডিসেম্বর ২০২৩ ১৪:৫৫ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ১৭:১২
ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘ডলার সংকট এখনো কাটেনি। কিছুটা সংকট রয়েছে। তবে সেটা আমরা ম্যানেজ করছি। ডলার সংকটের কারণে জ্বালানি কাঠামো ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আশা করছি আগামী ৬-৭ মাসের মধ্যে ভালো অবস্থানে চলে যাবে। আমি মনে করি পরিস্থিতি ওরকম খারাপের দিকে যায়নি। পরিস্থিতি আমাদের হাতে রয়েছে।’
রোববার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত হেপাটাইটিস বি’ ভাইরাসের টিকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
হেপাটাইটিস বি বিষয়ে নসরুল হামিদ বিপু বলেন, ‘এখনো অনেকের মধ্যে সচেতনতা নেই। তরুণদের মধ্যেও সচেতনতাটা খুব কম। এটাকে জানান দিতে হবে, এটা একটা বড় জিনিস। হেপাটাইটিস বি টিকা দিতে হবে অনেকে জানে না। এখন অনেক ধরনের ভাইরাসের ভ্যাকসিন বের হয়ে গেছে। আমি নিজেও ৩০-৪০ বছর আগে জানতাম না এমন একটা ভাইরাস ছিল।
সিলেটে আরও তেলের সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে নসরুল হামিদ বলেন, ‘আমরা আরও দুটি ডিল করতে যাচ্ছি সিলেটে। আমরা আরও ৫-৬ মাস দেখব। তেলের পরিমাণ কেমন পাওয়া যায়, তার পরিস্থিতি অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’
বিবিআনা গ্যাস ফিল্ডে উৎপাদন কমার বিষয় নিয়ে সাংবাদিকদের করা আরেক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘আমার কাছে মনে হয় সম্ভাবনা খুবই ভালো। আমাদের রেজাল্ট যে আসছে বিশেষ করে টু ডি, থ্রি ডি সার্ভের। ২০২৬-২৭ পরবর্তী কালে আমরা আগের অবস্থানে ফিরে যেতে পারব। হয় তো ২০২৪, ২০২৫ এবং ২০২৬ এর মধ্যে একটা ডিক্লাইন অবস্থায় থাকবে বিবিয়ানা, কিন্তু ২০২৭-এর আবার সেটা রিকোভার করবে। সুতরাং আমি মনে করি এটা একটা বড় আশারবাণী।’
তিনি আরও বলেন, ‘আমরা ধরে নিচ্ছি মার্চের পর থেকে আমাদের হিট ওয়েদার আসা শুরু হবে। তবে আমরা আশাকরি বিদ্যুৎ আগামী দুই-তিন মাস ভালো থাকব। মার্চের থেকে আমরা তার প্রস্তুতি নিয়েছি। বিশেষ করে জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে সেচ ব্যবস্থার জন্য একটা প্রস্তুতি আমাদের ব্যাপকভাবে আছে। তার পরবর্তী কালে এ বছর বিদ্যুতের যে চাহিদা ছিল, তার থেকে প্রায় ৮ গুণ বেড়ে যাবে। সেটার জন্য আমরা পরিকল্পিত একটা ব্যবস্থা নিয়েছি। আশা করছি কোনো সমস্যা হবে না আগামী বছরে। ভালো অবস্থানেই যাব। আমাদের ট্রান্সমিশন লাইনও ভালো অবস্থানে আসবে। সাবস্টেশন ভালো অবস্থানে আছে। গ্যাসের অবস্থানও আমাদের ভালো অবস্থানে আছে। জ্বালানির ব্যাপারে আমরা একটা ভালো অবস্থানে যাব, আশা করছি।’
সেচে আমাদের প্রায় ১২ লাখ ডিজেল পাম্প আছে জানিয়ে তিনি বলেন, ‘এগুলোতে সময় মতো তেল পৌঁছাতে হবে। এই তেলের যোগান দিতে হবে। আপনারা জানেন কিছুটা সমস্যা ছিল, গত কয়েক মাস জ্বালানির ক্ষেত্রে। জেড ফুয়েল থেকে আরাম্ভ করে বিশেষ কিছু অসুবিধা ছিল। এটা আমরা এখন সমাধান করে ফেলেছি। আমরা আগাম প্রস্তুতি নিয়ে নিয়েছি।’
বিএনপির দ্বাদশ জাতীয় নির্বাচনের বিরোধীতার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসী কার্যলাপ যদি না ঘটে সে দিক দিয়ে আমাদের প্রস্তুতি আছে। আমাদের খেয়াল আছে ২০১৪ সালের নির্বাচনের আগে দিয়ে বিএনপি-জামায়াত জোট জ্বালাও-পোড়াও করে সারাবাংলাদেশে আতঙ্ক সৃষ্টি করেছিল। ফলে জ্বালানিতে ব্যাপকভাবে সাপ্লাই চেন ব্যাঘাত হয়েছিল। আমরা সেটারও প্রস্তুতি নিয়ে রেখেছি। আগামী ৭ জানুয়ারি নির্বাচন। এই নির্বাচন ঘিরে বিএনপি-জামায়াত জোট বিরাট সন্ত্রাসের কার্যকালাপ করতে পারে, যেটা আমরা আঁচ করছি। এটার জন্য আমাদের জ্বালানি কৃষকের হাতে পৌঁছানোর ব্যবস্থা সম্মেলিতভাবে করেছি। লোকাল প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। মনে করি আমরা ভালোমত সাপ্লাই করতে পারব, যদি বড় কোনো অঘটন না হয়।’
সারাবাংলা/ইউজে/এনএস