Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসুস্থতা নিয়েই ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মাশরাফি

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৩ ১০:৩৬ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ১২:২৪

নড়াইল থেকে: ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় নির্বাচনের দিন। তাই রাতদিন নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন নড়াইল-২ আসনের নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। শারিরীক অসুস্থতা উপেক্ষা করেই চষে বেড়াচ্ছেন নিজ আসনের দুটি থানার ২৩ ইউনিয়ন।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাঁটুর ব্যাথা বাড়ার পাশাপাশি ঠাণ্ডা লেগেছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের। নির্বাচনের পরে আবারও অস্ট্রেলিয়া যাবেন হাঁটুর অস্ত্রোপচারের জন্য।

বিজ্ঞাপন

নড়াইল শহরে মাশরাফির কয়েকটি নির্বাচনি প্রচার কেন্দ্র ও অফিস রয়েছে। এসব প্রচার কেন্দ্র থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচার চালাচ্ছেন। আর মাশরাফি প্রতিদিন সকাল ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত টানা প্রচার চালাচ্ছেন সশরীরে উপস্থিত হয়ে। যাচ্ছেন সংসদীয় এলাকার বিভিন্ন গ্রামে যাচ্ছেন, অংশ নিচ্ছেন একাধিক জনসভায়।

এদিকে বাড়িতে যখন থাকেন তখনো বাসভবন ও নির্বাচনি অফিস ঘিরে থাকে অপেক্ষারত মানুষের ভিড়। থাকে সাংগঠনিক কাজ। ফলে রাত ১২টা বা ১টার পর বাড়িতে ফিরলেও মাশরাফি ফজরের আগে ঘুমানোর সময় পান না। এত ছুটোছুটির ধাক্কা সামলাতে বেগ পেতে হচ্ছে সাবেক অধিনায়ককে। অসুস্থ থাকা সত্ত্বেও চালিয়ে যাচ্ছেন প্রচার।

এর আগে, জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার পর গত ২৪ ডিসেম্বর বিকাল ৩টায় নড়াইলে প্রচার কাজ শুরু করেন মাশরাফি। ওই সময় রাস্তার মোড়ে মোড়ে এলাকাবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

সারাবাংলা/আরএফ/এনএস

নড়াইল-২ আসন মাশরাফি বিন মর্তুজা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর