Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লুটেরাদের বিরুদ্ধে অবস্থান নিন, ভোট বর্জন করুন’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৩ ০৯:৫৩ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ১২:০২

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা বিদেশে পাচার করেছে, জনগণের সম্পদ লুট করে তারা সাদ্দাদের বেহেশত বানিয়েছে। এই বেহেশত তারা হাতছাড়া করতে চায় না। সে জন্য ‘আমরা আর মামুরা’ নির্বাচন আয়োজন করছে। আপনারা এই লুটেরাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভোট বর্জন করুন।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গঠনে মালিবাগ কাঁচাবাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘এ নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন । এটি জনগণের নির্বাচন নয়। এটি ভোটারদের নির্বাচন নয়। এখানে ভোটাররা যেতে পারবে না। সুতরাং এ নির্বাচন বর্জন করুন। এ নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, যুবদল সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, তারেক উজ জামান তারেক, যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মি, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, এ এইচ এম আবু জাফর, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য জাহিদ সাগর, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনএস

রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর