৪৯ রানে ৫ উইকেট হারিয়ে কাঁপছে নিউজিল্যান্ড
৩১ ডিসেম্বর ২০২৩ ০৮:৫১ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ০৮:৫৫
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১১০ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে শরিফুল-মাহেদিদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরেছে শান্তরা। ১১১ রান তাড়া করতে নেমে ৪৯ রানের মাঝেই ৫ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।
দ্বিতীয় ওভারে ১৬ রানের মাথায় সেইফার্তকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন মাহেদি। এরপর ২৬, ৩০, ৩৮ ও ৪৯ রানে পড়েছে নিউজিল্যান্ডের আরও তিন উইকেট। ১ রান করা ড্যারেল মিচেলকেও ফেরান মাহেদি। এরপর গ্লেন ফিলিপসকেও ১ রান করে আউট করেছেন শরিফুল। ৩১ বলে ৩৮ রান করে ভয়ংকর হয়ে উথছিলেন ফিন অ্যালেন। তিনি শরিফুলের বলে। মার্ক চ্যাপমান রান আউট হয়ে ফিরলে ৪৯ রানে ৫ উইকেট হারায় কিউইরা। দুটি করে উইকেট পেয়েছেন শরিফুল ও মাহেদি।
এরপর জুটি বেঁধেছেন স্যান্টনার ও জিমি নিশম। দুজনের ব্যাটে ধীরে ধীরে জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। ১২ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৭৫ রান।
সারাবাংলা/এফএম