৬৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ
৩১ ডিসেম্বর ২০২৩ ০৬:৫০ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ০৬:৫১
নেপিয়ারে প্রথম ম্যাচে জিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পথে একধাপ এগিয়ে গিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। মাউন্ট মঙ্গনুইতে সিরিজের শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিং নেমেছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে অবশ্য খুব একটা সুবিধা করতে পারছেন না বাংলাদেশী ব্যাটাররা। শুরুতেই সৌম্য, রনি, শান্ত, আফিফকে হারিয়ে বেশ চাপেই পড়েছেন তারা। ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।
প্রথম ওভারের চতুর্থ বলেই সৌম্যকে ফেরান সাউদি। ৪ রান করা সৌম্য ফিরেছেন এলবিডব্লিউয়ের ফাঁদে পরে। এরপর অধিনায়ক শান্ত বেশ আগ্রাসী মুডেই ব্যাটিং করছিলেন, মেরেছিলেন দারুণ ৪টি বাউন্ডারিও। তবে তার ইনিংসও বেশ সময় স্থায়ী হয়নি। ১৫ বলে ১৭ রান করা শান্ত মিলনের বলে মারতে গিয়ে অ্যালেনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। পরের ওভারে ১০ রান করা রনি তালুকদারকে আউট করেন সিয়ার্স।
আফিফও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। দুটি চার মেরে ১৪ রান করা আফিফ ফিরেছেন স্যান্টনারের বলে। অন্য প্রান্ত আগলে রেখে প্রতিরোধের চেষ্টা করছেন তাওহিদ হৃদয়। ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬৫ রান।
সারাবাংলা/এফএম