একাদশে নেই তানজিম, সুযোগ পেলেন তানভীর
স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৩ ০৬:০৬ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ০৬:১৫
৩১ ডিসেম্বর ২০২৩ ০৬:০৬ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ০৬:১৫
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। আগের ম্যাচের মতো আজও খেলতে পারছেন না লিটন দাস। দলে এসেছে একটি পরিবর্তন। দ্বিতীয় ম্যাচে খুব একটা ভালো বোলিং করেননি তানজিম সাকিব। তার পরিবর্তে দলে এসেছেন বাহাতি স্পিনার তানভীর ইসলাম।
নিউজিল্যান্ড একাদশে কোন পরিবর্তন আসেনি।
বাংলাদেশ একাদশ- সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, মাহেদি হাসান, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ-টিম সেইফার্ত, ফিন অ্যালেন, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সৌদি, ইশ সোধি, বেন সিয়ার্স।
সারাবাংলা/এফএম