পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা-গুলি
৩০ ডিসেম্বর ২০২৩ ২৩:২৭ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩ ২৩:৪৩
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের পটিয়ায় গণসংযোগে গিয়ে হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী। এ সময় তার গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
হামলায় সামশুলের বোনসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন, যার মধ্যে গুলিবিদ্ধ কয়েকজন আছেন। এছাড়া হামলাকারীরা সামশুল ও তার ভাইকে অবরুদ্ধ করে রাখেন এবং ভাইকে ‘কানে ধরে ক্ষমা চাইতে’ বাধ্য করেন।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত পটিয়ার কুসুমপুরা ইউনিয়নে দু’দফায় হামলার ঘটনা ঘটে। সামশুলের অনুসারীরা এ হামলার জন্য আওয়ামী লীগ প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থকদের দায়ী করেছেন।
জানা গেছে, সকাল ১১টার দিকে গাড়িবহর নিয়ে চট্টগ্রাম নগরী থেকে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী উপজেলার কুসুমপুরায় গণসংযোগের জন্য যাচ্ছিলেন। গাড়িবহর পটিয়ার শান্তিরহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৌঁছার পর অতর্কিতে হামলা শুরু হয়। এ সময় সামশুল হক চৌধুরী প্রায় এক ঘণ্টা গাড়ির ভেতর অবরুদ্ধ হয়ে থাকেন।
তার ভাই মহব্বতকে হামলাকারীরা গাড়ি থেকে নামিয়ে ধাওয়া দেন। কয়েকজন তাকে ঘিরে ধরেন। এ সময় কানে ধরে মাফ চাওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন।
সামশুলের অনুসারী পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু সারাবাংলাকে বলেন, ‘প্রথমে একবার শান্তিরহাটে হামলা করে ১০/১৫টি গাড়ি ভাঙচুর করা হয়। সন্ধ্যায় সেখান থেকে কুসুমপুরার পান্নাপাড়ায় গণসংযোগে গেলে প্রার্থীর গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। কমপক্ষে ২৫ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। প্রার্থীর বোনসহ কয়েকজন নারীও আহত হয়েছেন।’
আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান শিরু।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মনির হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ছাড়া প্রার্থীর বোন সুলতানা ইয়াসমিন রেখা (৪২) এবং রাসেল (৩৩) ও কাসেম (৩৫) নামে দুই সমর্থকও হাসপাতালে ভর্তি আছেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান সারাবাংলাকে বলেন, ‘দু’দফা হামলার অভিযোগ আমরা পেয়েছি। প্রার্থীকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পেয়ে আমরা গিয়েছিলাম। এ সময় আমরা হামলাকারী কাউকে পাইনি। গুলিবর্ষণের ঘটনা আমরা জানি না।’
সামশুল হক চৌধুরী ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের মনোনয়নে তি নবার সংসদ সদস্য নির্বাচিত হন। শেষবার তাকে সংসদের হুইপ করা হয়। এবার তার বদলে দলটি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে মনোনয়ন দিয়েছে। মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সামশুল, তার নির্বাচনি প্রতীক ঈগল।
সারাবাংলা/আরডি/একে/পিটিএম