Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকার ক্যাম্পে আগুন: মোশারফসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৩ ২৩:০৪

নারায়ণগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) নির্বাচনি ক্যাম্পে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোশারফ হোসেন ও তার প্রধান সহযোগী আনোয়ার হোসেনসহ ১২ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আওয়াল বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘নির্বাচনকালীন এই ধরনের সহিংস ঘটনায় গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

তবে রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন: রূপগঞ্জে নৌকার ক্যাম্পে আগুন, অভিযোগ ‘মোশা বাহিনী’র বিরুদ্ধে

উল্লেখ্য, শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্ব নাওড়া এলাকায় নৌকার ক্যাম্পে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, নারায়ণগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার ঘনিষ্ঠ অনুসারী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও মাদকসহ অন্তত ৪০ মামলার আসামি সন্ত্রাসী মোশারফ হোসেন ও তার বাহিনী নিয়ে হামলা করেন।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আবারও নৌকার প্রার্থী হয়েছেন আসনটিতে নির্বাচিত তিনবারের সংসদ সদস্য ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী।

রূপগঞ্জ থানা পুলিশের একটি সূত্র জানায়, মোশাররফ হোসেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ ৪০টিরও বেশি মামলা রয়েছে। ‘মোশা বাহিনী’ নামে রূপগঞ্জে তার একটি সক্রিয় বাহিনী রয়েছে। কয়েক মাস আগে পুলিশের ওপর হামলা চালিয়ে মোশাররফ আলোচনায় আসেন। পরে তিনি র‌্যাবের হাতে গ্রেফতার হন। সম্প্রতি জামিনে বের হয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন জানান, জামিনে বের হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নিচ্ছেন মোশারফ ও তার সহযোগীরা। শুক্রবার দিনভর ওই আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া কায়েতপাড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এদিকে, হামলার ঘটনায় নির্বাচন কমিশনেও লিখিত অভিযোগ জানানো হয়েছে। নৌকার প্রার্থীর পক্ষে তার প্রস্তাবকারী মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ লিখিত অভিযোগ দেন।

সারাবাংলা/এসবি/একে

আগুন টপ নিউজ নৌকার ক্যাম্প মোশা বাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর