Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ জানুয়ারির নির্বাচন বাতিল চেয়ে ঢাবি শিক্ষার্থীর অবস্থান

ঢাবি করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৩ ২০:৪৭

ঢাকা: আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। ‘প্রহসনের নির্বাচন’ বর্জন করে নির্দলীয় সরকার গঠন করার পাশাপাশি রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিসর সংকোচন বন্ধের দাবি জানিয়েছেন এই শিক্ষার্থী।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি শুরু করেন ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আকাশ বিশ্বাস।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন বর্জন করে নির্দলীয় সরকার গঠন ও ভোটাধিকার প্রতিষ্ঠা করা, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক প্রক্রিয়া চালু করা, গুম-খুন- নির্যাতনের বিচার করা এবং শ্রমিকের ন্যায্য মজুরি দেওয়া, রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিসর সংকোচন বন্ধ করা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা—এই চার দাবিতে অবস্থান নেওয়া এই শিক্ষার্থী জানিয়েছেন, দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত তিনি কর্মসূচি চালিয়ে যাবেন।

অবস্থান কর্মসূচিতে ‘গণমাধ্যমের স্বাধীনতা চাই’, ‘গুম খুনের বিচার চাই’, ‘রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্র চাই’সহ বিভিন্ন লেখা সংবলিত প্লে কার্ড প্রদর্শন করেন।

আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠেয় আগামী নির্বাচনের প্রতি জনগণের আস্তা নেই দাবি করে আকাশ বিশ্বাস বলেন, ‘২০১৪ ও ২০১৮ এর নির্বাচনে বাংলাদেশের নাগরিকগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আবারো একই রকম একটি নির্বাচন সামনে হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার পুনর্বার ভূলুণ্ঠিত হবে। আওয়ামী লীগের অধীনে এই নির্বাচনের প্রতি নাগরিকদের কোনো আস্থা নেই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সংবিধানেই এক ব্যক্তিকেন্দ্রিক ও এক দলীয় শাসন-কাঠামোর বীজ বপন করা আছে। তাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক প্রক্রিয়া চালু করতে হবে। স্বাধীনতার ৫২ বছর পার হলেও আমাদের রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থা ক্ষমতা হস্তান্তরের কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে পারেনি।’

তিনি বলেন, ‘বাংলাদেশে মানবাধিকার বিপর্যয় চলছে। গত পনের বছরে বাংলাদেশের নাগরিকগণ অব্যাহতভাবে গুম, খুন ও নির্যাতনের শিকার হচ্ছে, রাজনৈতিক কারণে গ্রেফতার হচ্ছে, শিক্ষার্থীরা গেস্টরুমে নির্যাতিত হচ্ছে, শ্রমিকদের মজুরির আন্দোলনে গুলি চালানো হচ্ছে। এ সব ঘটনার বিচার করতে হবে, শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে এবং নাগরিকদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে।’

সারাবাংলা/আরআইআর/একে

৭ জানুয়ারি টপ নিউজ দ্বাদশ সংসদ নির্বাচন নির্বাচন নির্বাচন বাতিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর