Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ রক্ষা করতে নৌকায় ভোট দিন: গোলাম দস্তগীর গাজী

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৯

ঢাকা: রূপগঞ্জ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ‘বাংলাদেশের মার্কা, স্বাধীনতার মার্কা হলো নৌকা। আর দেশকে রক্ষা করতে নৌকা মার্কায় ভোট দিন।’

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরের নুরুন্নেছা স্কুল এন্ড কলেজ মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এ আহ্বান জানিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) নির্বাচনি জনসভা রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের নুরুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আগামী ৭ জানুয়ারির নির্বাচনের জয় আজকে এখানেই দেখতে পাচ্ছি। আজকে যারা বিবেকবান তারা নৌকা করবে, তারা বঙ্গবন্ধুর মার্কা করবে, শেখ হাসিনার মার্কা করবে, বাংলাদেশের মার্কা করবে, স্বাধীনতার মার্কা করবে, আর সেই মার্কা হলো নৌকা। যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তারা কার নির্বাচন করছেন, সেটা আপনারা আগে জানেন। আজকে এ আসনে স্বতন্ত্র লোক কারা? তারা হলো ভূমিখেকোদের প্রতিনিধি।’

উপস্থিত জনতার উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা যদি রোহিঙ্গা হতে চান, তাহলেই সেই স্বতন্ত্র মার্কায় ভোট দেবেন। আর যদি দেশকে রক্ষা করতে চান, দেশের উন্নয়ন চান তাহলেই এই নৌকা মার্কায় ভোট দেবেন।’

নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমি জানি আওয়ামী লীগ যারা করে তারা বঙ্গবন্ধুকে চেনে, শেখ হাসিনাকে চেনে। আর চেনে নৌকা মার্কা। তারা কোনদিন অন্য মার্কায় ভোট দেবে না। তবে আমাদের বিপক্ষে যারা দাঁড়াচ্ছে, তারা অর্থের বিনিময়ে আপনাদের ভোট কেড়ে নেবে, অর্থের বিনিময়ে আপনাদের বাড়িছাড়া করবে। অর্থের বিনিময়ে বালু ফেলে আপনার জমি দখল করে ফেলবে। আপনারা সাবধান হয়ে যান। এদের থেকে সাবধান হয়ে যান। তারা অনেক শক্তিশালী, তারা আমাদের নামে মিথ্যা অপপ্রচার করবে, তাদের মিডিয়ায় মিথ্যা অপবাদ প্রচার করবে, সেই অপপ্রচারে নিজেদের নিয়োজিত করবেন না। কারণ সেই অপপ্রচারের আসল কারণ হলো আপনাদের ভূমি দখল করা, আপনাদের জমি দখল করা।’

বিজ্ঞাপন

অন্য প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘নৌকাই হলো আসল মার্কা, আর রূপগঞ্জে অন্য প্রার্থীদের কাজ ভূমি দখল, ভূমি দস্যুতা, মানুষকে ঠকানো। এটাই হলো তাদের কারবার। তাই আপনারা সাবধান হয়ে যান, ভুল করবেন না। তাই আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।’

এ সময় উপস্থিত হাজারও জনতা হাত তুলে নৌকায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

এদিন দুপুর গড়াতেই হাজার হাজার নারী-পুরুষ ঢোল, বাদ্যসহ, নানা যন্ত্র বাজিয়ে দাউদপুর ইউনিয়নের নুরুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ মাঠে জড়ো হতে থাকে। বিকেল হতে না হতেই বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তখন স্থানীয় আওয়ামী লীগের নেতাদেরকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী।

এদিন দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠন আয়োজিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন আওয়ামী যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক লায়ন শাহীন মালুম। বিশেষ বক্তা ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান নয়ন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সংগীত শিল্পী এস ডি রুবেল। তারা রূপগঞ্জের উন্নয়নের জন্য আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় গান গেয়ে উপস্থিত হাজারো জনতার কাছে নৌকার পক্ষে ভোট চান সংগীত শিল্পী এসডি রুবেল।

দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন খানের সভাপতিত্বে এবং দাউদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. আমিন রানার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ মারফত আলী, উপজেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য মেজবাউল হক বাচ্চু, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম রফিকসহ অনেকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন:
নৌকার ক্যাম্পে অগ্নিকাণ্ডে ব্যবস্থা নেবে ইসি: গোলাম দস্তগীর গাজী
রূপগঞ্জে নৌকার ক্যাম্পে আগুন, অভিযোগ ‘মোশা বাহিনী’র বিরুদ্ধে

সারাবাংলা/কেআইএফ/এমও

গোলাম দস্তগীর গাজী নৌকা মার্কা ভোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর