Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাল ভোট পড়লেই ভোটকেন্দ্র বন্ধ’

লোকাল করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৩ ১৮:৫২ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩ ২০:১১

বেনাপোল: নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, কোনো কেন্দ্রে জাল ভোট পড়লে প্রমাণ সাপেক্ষে সেই ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। সেই সঙ্গে কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসারকে চাকরিচ্যুত করা হবে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে শার্শা উপজেলা অডিটোরিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ইসি আহসান হাবিব বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে কোনো কারচুপি করার সুযোগ নেই। ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রার্থী যত শক্তিশালীই হোক বা দুর্বলই হোক কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। কেন না সবাই কমিশনের কাছে সমান।

তিনি বলেন, শতভাগ নিরপেক্ষতা নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। আগামী নির্বাচনের দিকে দেশি-বিদেশিসহ সকলে তাকিয়ে আছে। অতীত থেকে শিক্ষা নিয়ে ৭ জানুয়ারির নির্বাচনে একটি দৃষ্টান্ত স্থাপন করার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট নিরলসভাবে কাজ করছে। তারাও নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছেন যে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা কাজ করছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবরাউল হাছান মজুমদার, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

ইসি আহসান হাবিব খান টপ নিউজ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর