Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ ডিসেম্বর ভোট ডাকাতির ‘কালো দিবস’ পালন করুন: বাম জোট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৩ ১৯:০০

বগুড়া: কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাম গণতান্ত্রিক জোট বগুড়া প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় বগুড়া জেলা শাখার উদ্যোগে ভোট ডাকাতির ৫ বছর, ৩০ ডিসেম্বর ‘কালো দিবস’ পালন করুন, ফ্যাসিবাদী দুঃশাসন রুখে দাঁড়ান, প্রহসনের একতরফা তফসিল বাতিল, নির্দলীয় তদারকি সরকারের অধীন নির্বাচনের আহ্বানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলার নেতা, বাসদ বগুড়া জেলার সাবেক সদস্য সচিব কমরেড সাইফুজ্জামান টুটুল, বক্তব্য রাখেন, সিপিবি বগুড়া জেলা সভাপতি কমরেড জিন্নাতুল ইসলাম জিন্নাহ্, সিপিবি সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সন্তোষ কুমার পাল, কমরেড সাজেদুর রহমান ঝিলামসহ অনেকে।

বিজ্ঞাপন

কমরেড জিন্নাতুল ইসলাম জিন্নাহ্ বলেন, ‘৩০ ডিসেম্বর ২০১৮ কথিত নির্বাচনের পর এদেশে নির্বাচন কমিশন ও নির্বাচনি ব্যবস্থা বলে কিছু আর অবশিষ্ট নেই। সরকারি দল আওয়ামী লীগের ভোট ডাকাতির সহযোগী হিসাবে নির্বাচন কমিশনও তার গ্রহণযোগ্যতা হারিয়েছে।’

কমরেড সাইফুজ্জামান টুটুল বলেন, ‘প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সরকার ৩০ ডিসেম্বর ভোট ২৯ ডিসেম্বর রাতে ব্যালট পেপারে সিল মেরে ভোট জালিয়াতির এক চরম কলঙ্কজনক নজির স্থাপন করে আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়েছে। আবারও তারা একটি প্রহসনের নির্বাচনের আয়োজন করছে।’

সমাবেশে অন্য নেতারা বলেন, ‘আওয়ামী দুঃশাসনে আজ দেশে চুরি, দুর্নীতি, অর্থপাচার, চাঁদাবাজি, দখল-জবরদখল, দলীয়করণ- দলবাজি, স্বেচ্ছাচারিতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।’ এসময় ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার লক্ষ্যে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

৩০ ডিসেম্বর কালো দিবস বাম জোট ভোট ডাকাতি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর