Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের রাজনীতি নষ্ট করে দিয়েছে আওয়ামী লীগ’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৩ ১৮:০৫

ঢাকা: দেশের রাজনীতি আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব, তোপখানা রোড, পল্টন, বিজয়নগর, দৈনিক বাংলা এলাকায় অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণকালে তিনি এ অভিযোগ করেন।

ফরহাদ বলেন, ‘দেশের রাজনীতির প্রতি জনগণের কোনো আগ্রহ নেই, রাজনীতিবিদদের প্রতি কোনো আস্থা নেই। রাজনীতি নিয়ে আওয়ামী লীগ এত বেশি নোংরামি করেছে যে, রাজনীতিবিদদের কোনো সম্মান নেই জনগণের কাছে। পুরো রাজনীতি নষ্ট করে দিয়েছে আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সব সময়ই জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তারা মুখে বলে গণতন্ত্র আর কায়েম করে বাকশাল, মুখে বলে ভোটাধিকারের কথা আর ক্ষমতায় গিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেয়, মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আর ক্ষমতায় এসেই দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, মুখে শান্তিপূর্ণ সহবস্থান কথা বলে বিরোধী দলের ওপর চালায় দমন-পীড়ন।’

লিফলেট বিতরণকালে এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, এনডিপি মহাসচিব হারুন আব্দুল্লাহ সোহেল, এনপিপি প্রেসিডিয়াম মেম্বার নবী চৌধুরী, নজরুল ইসলাম, আমির হোসেন আমুসহ অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/এমও

আওয়ামী লীগ এনপিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর