Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে লাঙ্গলকে জয়ী করতে জাপা-আওয়ামী লীগের বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৪

রংপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে বিজয়ী করতে বৈঠক করেছে জাতীয় পার্টি ও রংপুর মহানগর আওয়ামী লীগ।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় রংপুর নগরীর সেনপাড়াস্থ স্কাই ভিউয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের উপস্থিতিতে এ বৈঠকে মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডা. দেলোয়ার হোসেন ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর এসব তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত কারণে এবার জাতীয় পার্টিকে ২৬টি আসনে ছাড় দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেই ছাড় দেওয়া আসনের একটি রংপুর-৩ (সিটি ও সদর) আসন। এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। তবে কেন্দ্রের নির্দেশে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এই আসনের আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র কোনো প্রার্থীও নেই। তাই শক্তিশালী একক প্রার্থী এখন শুধুমাত্র জি এম কাদের।

নির্বাচনের প্রচারণায় অংশ নিতে জি এম কাদের রংপুরে এসে রংপুর মহানগর আওয়ামী লীগের নেতাদের চায়ের দাওয়াত দিয়েছিলেন। নেতারা চায়ের দাওয়াতে সাড়া দিয়ে স্কাই ভিউয়ের বাসায় জাতীয় পার্টির নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয় এখন থেকে লাঙ্গলের পক্ষে প্রচারণা চালাবে আওয়ামী লীগ।

মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর বলেন, ‘দলের চেয়ারম্যানের পক্ষ থেকে চায়ের দাওয়াত দেওয়া হয়েছিল মহানগর আওয়ামী লীগকে। সেই চায়ের দাওয়াতে এসেছিলেন নেতারা। আজকে থেকে আওয়ামী লীগ আমাদের সঙ্গে নির্বাচনি প্রচারণা চালাবে।’

বিজ্ঞাপন

রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন বলেন, ‘কেন্দ্র ছাড় দিয়েছে এজন্য আমরা জি এম কাদেরের পক্ষে আজ থেকে মাঠে কাজ করব। লাঙ্গলকে জয়ী করতে আমাদের আজকের বৈঠক। আমরা রংপুরের উন্নয়নে এক সঙ্গে কাজ করব।’

দুই দলের রুদ্ধদ্বার বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, কো চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিন মিয়া, মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবুসহ জাতীয় পার্টি ও আওয়ামী লীগের অন্য নেতারা।

এদিকে বৈঠক শেষে প্রচারণায় নামেন জি এম কাদের। তিনি গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির প্রার্থীদের হুমকি দিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীরা। শুক্রবার সিলেটে জাপার নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করে লোকদের বের করে দেওয়া হয়েছে। সেখানে আওয়ামী লীগ ছাড়া কেউ থাকতে পারবে না। নির্বাচন করতে পারবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা সারাদেশে ঘটছে।’

রংপুরে এ ধরনের কোনো সমস্যা নেই জানিয়ে জিএম কাদের বলেন, ‘রংপুর ভালো আছে, নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করি।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ রংপুর-৩ আসন লাঙ্গল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর