Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নায়ক ফেরদৌসের নির্বাচনি প্রচারে সংঘর্ষ, ঢামেকে ১৫ জন

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৭

ঢাকা: ঢাকা-১০ আসনে নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনি প্রচারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০-৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১৫ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ২টার দিকে রাজধানীর হাতিরপুলে এ ঘটনা ঘটে।

ঢামেকে চিকিৎসা নেওয়া আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- জনি বাবু (৩০), অনিন্দ্র চৌধুরি (২৩), শিশির (৩৫), রাসেল (৩০), আব্দুল জলিল (৩৮), সোহেল খান (২৮), মাহি (২৫), ইব্রাহিম, আলিফ (৩৫), উজ্জল হোসেন (৩০)।

ঢাকা মহানগরের ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন রাজা জানান, দুপুরে তারা ঢাকা-১০ এ নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণায় যান। হাতিরপুল থেকে মিছিল নিয়ে সেন্ট্রাল রোডের দিকে যাবে। এমন সময় সেন্ট্রাল রোড ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন মঞ্জিলসহ তার সমর্থকরা তাদের ওপর আক্রমণ করে। লাঠিসোটা দিয়ে তাদের নেতাকর্মীদেরকে পেটাতে থাকে। এতে অন্তত ৩০-৪০ জন নেতাকর্মী আহত হন।

জানা যায়, নির্বাচনি প্রচারের মিছিলে কারা সামনে দাঁড়াবে এটি নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত অন্তত ১৫ জনকে জরুরি বিভাগে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে কারো অবস্থাই গুরুতর নয়।

সারাবাংলা/এসএসআর/এনইউ

চিত্রনায়ক ফেরদৌস নির্বাচনি প্রচার সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর