Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভোটকেন্দ্রে ভোটারকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৫

চট্টগ্রাম ব্যুরো: ৭ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারকে সর্ব্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান ।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বিজিবি সদস্যদের ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন।

এ কে এম নাজমুল হাসান বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে সারা বাংলাদেশে আমাদের বিজিবি মোতায়েন করা হয়েছে। তারই অংশ হিসেবে চট্টগ্রাম রিজিয়নে ১৭৭ প্লাটুন বিজিবির সদস্য দায়িত্বে নিয়োজিত আছে। ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বিজিবি মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।’

‘৭ জানুয়ারি নির্বাচনের আগে যাতে আইনশৃঙ্খলা অবনতি না হয়, কোনো নাশকতা যাতে না হয় এবং লোকজন যাতে উৎসাহিত হয়, ভোট দিতে যাতে তারা নিরাপদ বোধ করে যে তারা ভোটকেন্দ্রে আসতে তাদের জীবনের ঝুঁকি হবে না সে বিষয়গুলো আমরা নিশ্চিত করব।’

তিনি আরও বলেন, ‘আমরা বর্ডারের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করি। প্রতি পাঁচ বছর পরপর জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করতে হয়। আইনশৃঙ্খলা রক্ষা করাও কিন্তু বিজিবির একটি দায়িত্ব। এ বছরের নির্বাচনে যাতে কোনো ধরনের সহিংসতা না হয়, আইনশৃঙ্খলার অবনতি না হয় সেসব বিষয় মাথায় রেখে আমাদের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করবে।’

‘একইভাবে নির্বাচনের দিন আমরা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়োজিত থাকব। মূলত আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকব। তারপরেও যদি কোথাও আইনশৃঙ্খলা কোথাও অবনতি হয়, রিটার্নিং কর্মকর্তা বা প্রিজাইডিং অফিসারের কোনো চাহিদা থাকে অথবা ভোটকেন্দ্রেও যদি আইনশৃঙ্খলার অবনতি হয় সেখানেও আমাদের ফোর্স যাবে এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করবে।’

বিজ্ঞাপন

বিজিবির মহাপরিচালক বলেন, ‘নির্বাচনে ভোট গণনার সময়ও যদি আইনশৃঙ্খলার অবনতি হয় সেখানেও আমাদের সদস্যরা দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি কোথাও নাশকতা বা কোনো সমস্যা হয় আমাদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড আছে। প্রয়োজনে ইলেকশনকে সামনে রেখে কোনো ভোটকেন্দ্রে সমস্যা হলে সেসব জায়গায় আমরা ডগ স্কোয়াড মোতায়েন করব।’

‘আমাদের একটাই উদ্দেশ্য এ নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে অনুষ্ঠিত হয় সেজন্য্য অন্যন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা কাজ করে যাব। নির্বাচনে আইনশৃঙ্খলার কোনো অবনতি হয় বিজিবির পক্ষ থেকে সর্ব্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে যাতে সাধারণ লোকজন নিরাপদে তাদের ভোট দিতে পারে।’

নির্বাচনে বিজিবির গ্রেফতারের ক্ষমতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমাদের টহল টিম রাস্তায় থাকবে। যদি কেউ আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটায় তাহলে তো অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

সারাবাংলা/আইসি/ইআ

টপ নিউজ মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান

বিজ্ঞাপন

নারায়নগঞ্জসহ ৩ জেলায় নতুন ডিসি
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫০

টি-২০তে সবার আগে ৮ হাজারে তামিম
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩

আরো

সম্পর্কিত খবর