বিএনপি আরও ভয়ঙ্কর পরিকল্পনা করছে: সেতুমন্ত্রী
৩০ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৭ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৮
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি আরও ভয়ঙ্কর পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সবকিছু ব্যর্থ হওয়ার পর এখন তারা লিফলেট বিতরণ করছে এবং প্রস্তুতি নিচ্ছে। তারা আরও ভয়ঙ্কর কোনো হামলা ও গুপ্ত হত্যার পথে যাচ্ছে।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘স্বাভাবিক আন্দোলনে ব্যর্থ হয়ে তারা নাশকতার দিকে গেছে। আমরা এমনও খবর পাচ্ছি যে, লন্ডন থেকে বার্তা দেওয়া হয়েছে প্রয়োজনে গুপ্ত হত্যার পথে তারা যাবে। এই নির্বাচনকে ঘিরে কোনো গুরুত্বপূর্ণ নেতা বা প্রার্থীকে মেরে ফেলার চক্রান্ত তাদের আছে।’
সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘খুবই ভয়াবহ পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে। সবকিছু ব্যর্থ হওয়ার পর এখন তারা লিফলেট বিতরণ করছে এবং প্রস্তুতি নিচ্ছে। আরও ভয়ঙ্কর কোনো হামলা, গুপ্ত হামলা ও গুপ্ত হত্যার পথে তারা যাচ্ছে, এমন খবর পাচ্ছি।’
তাই নির্বাচনি চ্যালেঞ্জিং সময় অতিক্রম করতে নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই চ্যালেঞ্জ আমরা শেখ হাসিনার নেতৃত্বে অতিক্রম করব ইনশাআল্লাহ।’
জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা গণতন্ত্রকে নির্বাসনে পাঠাতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। নির্বাচনকে আমরা ব্যর্থ হতে দেব না, নির্বাচন হবে। এই নির্বাচনে কি হবে… শেখ হাসিনার জনসভাগুলো জনসমুদ্রে পরিণত হচ্ছে- সেখান থেকেও তারা টের পাচ্ছে না? মানুষ কত উৎসবমুখর? মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে।’
নির্বাচনের আগে বিএনপির সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন হোক। নির্বাচন হওয়ার পর আমরা দেখব সংলাপ করার কোনো সুযোগ আছে কি না।’
এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, উপ-দফতর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনআর/এনএস