Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৩ ১১:৩০

ছবি: আলজাজিরা

ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। প্রায় তিন মাস ধরে ফিলিস্তিনের গাজায় টানা বোমাবর্ষণে ২১ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের অপরাধে এই মামলা করেছে দেশটি। খবর আলজাজিরা।

গতকাল শুক্রবার আদালতে এ বিষয়ে একটি আবেদন করে দক্ষিণ আফ্রিকা। গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে ‘গণহত্যামূলক’ আখ্যায়িত করে বলেছে, ‘তারা (ইসরাইল) ফিলিস্তিনি জাতীয়, জাতিগত এবং নৃতাত্ত্বিক গোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে করেছে।’

বিজ্ঞাপন

আবেদনে বলা হয়েছে, ‘গাজায় কর্মকাণ্ডের মধ্যে রয়েছে, ফিলিস্তিনিদের হত্যা করা, তাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা এবং তাদের শারীরিক ক্ষতকে বেঁচে থাকার শর্ত হিসেবে আরোপ করা হয়েছে।’

ফিলিস্তিনের গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের নীতিকে নিজ দেশের জাতিগত বিচ্ছিন্নতাবাদী ও বর্ণবাদী শাসনের সঙ্গে তুলনা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। যা ১৯৯৪ সালে সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসন দ্বারা আরোপ করা হয়েছিল।

আইসিজে’কে আন্তার্জাতিক আদালতও বলা হয়। এটি একটি জাতিসংঘের দেওয়ানি আদালত। যা দেশগুলোর মধ্যে বিরোধের বিচার করে। এটি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আলাদা, যা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করে। জাতিসংঘের সদস্য হিসাবে, দক্ষিণ আফ্রিকা এবং ইসরাইল উভয়ই আদালতের কাছে দায়বদ্ধ।

সারাবাংলা/এনএস

ইসরাইল গাঁজা গাজায় গণহত্যা টপ নিউজ দক্ষিণ আফ্রিকা ফিলিস্তিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর