পানছড়িতে সীমান্ত সড়ক নির্মাণকারী শ্রমিকদের উপর গুলি
২৯ ডিসেম্বর ২০২৩ ২৩:২৩ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩ ০৮:৫৩
খাগড়াছড়ি: জেলার পানছড়ি উপজেলার ঘিলাতলী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন তিন শ্রমিক। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. শফিউল আজম।
আহতরা হলেন, পানছড়ি উপজেলার দমদম এলাকার আবুল হাসেমের ছেলে আবদুর রশিদ (৩৭), ফাতেমা নগর এলাকার রবিউল ইসলামের ছেলে রমজান আলী (৪৫), মধ্যনগর এলাকার মধু মিয়ার ছেলে আংগুর মিয়া (৩৫)।
ওসি জানান, প্রতিদিনের মতো কাজ শেষ করে, আবদুল রশীদ ও মো. আঙ্গুর মিয়া, রমজান আলী মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে লোগাং ইউপির খাড়বিলে পেছন থেকে তাদের লক্ষ্য করে ব্রাশফায়ার করা হয়। এতে দু’জন গুলিবিদ্ধ হন। চালক অক্ষত থাকলেও দু’জন শ্রমিকের মাঝে একজন অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ দায়ী থাকতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।
খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে আহত শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে বলেন, ‘গত ১১ ডিসেম্বর ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের চার নেতাকে হত্যার প্রতিবাদে ইউপিডিএফের চলমান আন্দোলনকে বানচাল করে দেয়ার লক্ষ্যে এ ধরনের ঘটনার সঙ্গে ইউপিডিএফকে জড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে।’
সারাবাংলা/এমও