Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগের প্রচারে গিয়ে ২ যুবক ছুরিকাঘাতে আহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৩ ২১:৩৩

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীর চরের ঝাউচর এলাকায় আওয়ামী লীগের নির্বাচনি প্রচার চালানোর সময় দুই যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহতরা হলো, মো. শিবা (৩০) ও মো. তানভীর (২০)।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ঝাউচরের কাঁচাবাজারে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাদের হাসপাতালে নিয়ে আসা বন্ধু শাহাদত হোসেন জানান, বিকালে তারা প্রায় ১ হাজার লোকজন ঢাকা-২ আসন নৌকার প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলামের সমর্থনে মিছিল করছিলেন। ঝাউচরের কাঁচাবাজার এলাকায় এলে তাদের উপর অতর্কিত হামলা হয়। তাদের ধারণা বিএনপির লোকজন এই হামলা চালিয়ে শিবা ও তানভীরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাদের দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, কামরাঙ্গীর চরের থেকে দুই যুবক ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে তানভীর ও শিবার পিঠে, বাম হাতে আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

সারাবাংলা/এসএসআর/এমও

আওয়ামী লীগ ছুরিকাঘাত ছুরিকাঘাতে আহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর