Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবসায় ডুবে গেছে ফ্লাই অ্যাশবোঝাই জাহাজ, বড় ক্ষতির শঙ্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৭ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ ২৩:৪২

বাগেরহাট: সুন্দরবনসংলগ্ন শিবসা নদীতে ১৪২২ টন ফ্লাই অ্যাশবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে নলিয়ান নৌ থানা পুলিশ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে এমভি গায়েহেরা-৪ নামক ওই লাইটার জাহাজটি তলা ফেটে কাত হয়ে নদীতে ডুবে যায়। ‍ডুবে যাওয়া লাইটারের ফ্লাই অ্যাশ নদীতে ভেসে ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক চন্দ্র নাথ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকালে এমভি গায়েহেরা-৪ নামক লাইটার জাহাজটি শিবসা নদীর নলিয়ান এলাকায় ডুবোচরে আটকা পড়ে। এ খবর পেয়ে তিনিসহ নৌ পুলিশের একটি দল সেখানে গিয়ে লাইটারের নাবিকদের উদ্ধার করেন। রাতে লাইটারটি নদীর চরে আটকা থাকে।

তবে শুক্রবার দুপুরে জোয়ারে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লাইটারটি কাৎ হয়ে পুরোপুরি ডুবে যায়।

ডুবে যাওয়া লাইটারটি ভারতের ভজভজ এলাকা থেকে ১৪২২ মেট্রিক টন ফ্লাই অ্যাশ (সিমেন্টর কাঁচামাল)নিয়ে বাংলাদেশের ঘোড়াশাল এলাকায় অবস্থিত একটি সিমেন্ট কারখানায় যাচ্ছিল বলেও জানান ওসি।

সারাবাংলা/এমও

টপ নিউজ ফ্লাই অ্যাশ লাইটার জাহাজ শিবসা শিবসা নদী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর