Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী, সম্পাদক আবু আলী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৩ ১৯:৪০ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩ ০১:২২

ঢাকা: পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন সারাবাংলা ডটনেট স্পেশাল করেসপন্ডেন্ট গোলাম সামদানী ভূইয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আবু আলী। তারা ২০২৪-২৫ মেয়াদে দায়িত্ব পালন করবেন।

গোলাম সামদানী ভূইয়া ভোট পেয়েছেন ৩১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রা‌হিম হোসেন অভি পেয়েছেন ২৬ ভোট। আ‌রেক প্রার্থী গোলাম মাইনুল আহসান পেয়ে‌ছেন ১৭ ভোট।

বিজ্ঞাপন

আবু আলী ভোট পেয়েছেন ৪৮টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলা নিউজের এস এম এ কালাম পেয়েছেন ২৪ ভোট।

শুক্রবার পল্ট‌নে সিএমজেএফ নিজস্ব কার্যালয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভা শেষে সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। ৮২জন ভোটারের মধ্যে ৭৪ জন ভোট দেন।

কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সি‌নিয়র রিপোর্টার বাবুল বর্মণ। তিনি পেয়েছেন ৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একুশে টিভির মেহেদি হাসান আল বাখার পেয়েছেন ২৭ ভোট।

ইব্রা‌হিম হোসেন রেজওয়ান বিনাপ্রতিদ্বদ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দ্য ডেই‌লি ম্যা‌সেঞ্জা‌রের সিনিয়র রিপোর্টর মাহফুজুল ইসলাম, পেয়েছেন ৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এন‌টি‌ভি অনলাই‌নের মোহাম্মদ আ‌নিসুজ্জামান পেয়েছেন ২৫ ভোট।

কমিটির পাঁচজন সদস্যের মধ্যে ‌সবচে‌য়ে বে‌শি ভোট পে‌য়ে নির্বাচিত হয়েছেন কালবেলার জুনায়েদ শিশির, তি‌নি পেয়েছেন ৪৫ ভোট, নয়া দিগন্তের হামিদ সরকার ৪২ ভোট, রাই‌জিং বি‌ডি ডটক‌মের এস এম নুরুজ্জামান তানিম ৩৮ ভোট, ৭১ টি‌ভির সুশান্ত সিনহা ৩৭ ভোট এবং জি‌টি‌ভির তৌহিদুল ইসলাম রানা ৩৫ ভোট পেয়ে‌ নির্বা‌চিত হ‌য়েছেন।

বিজ্ঞাপন

সিএমজেএফ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সংগঠনের সিনিয়র সদস্য নাসির উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান, শার‌মিন রিনভী, রাজু আহ‌ম্মেদ, মনির হোসেন, মাইনুল হাসান সো‌হেল।

সারাবাংলা/একে

টপ নিউজ পুঁজিবাজার

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর