Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নিষেধাজ্ঞার খড়গ থেকে আত্মরক্ষায় ভোটার হান্টিং মিশনে সরকার’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৩ ১৯:২৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩ ০১:২২

ফাইল ছবি

ঢাকা: গণতান্ত্রিক বিশ্বের নিষেধাজ্ঞার খড়ক এবং অনিবার্য পতন থেকে আত্মরাক্ষায় সরকার ভোটার হান্টিং মিশনে নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘দেড় দশকের ভোটারবিহীন স্বৈরাচার শেখ হাসিনার একটাই লক্ষ্য ৭ জানুয়ারি একটি তথাকথিত ডামি ভোটার উপস্থিতির অভিনব নির্বাচন দেখিয়ে গণতান্ত্রিক বিশ্বের নিষেধাজ্ঞার খড়গ এবং অনিবার্য পতন থেকে আত্মরক্ষা করা। এজন্য পুরো মাফিয়াচক্র গলদঘর্ম হয়ে পড়েছে ভোটার হান্টিং মিশনে। কিন্তু ভোট কেন্দ্রে ভোটার আসবে এমন নিশ্চয়তা পাচ্ছে না।’

তিনি বলেন, ‘বহু এলাকায় আগামী ৭ জানুয়ারি একতরফা নির্বাচন নিয়ে প্রার্থীদের মাঝেও কোনো আগ্রহ নেই। নোয়াখালী-২ আসনে নৌকার প্রার্থী মোরশেদ আলমের মতো কোনো কোনো স্থানে প্রার্থীরা ভোট চাইতে গিয়ে জুতাপেটা খাচ্ছেন।’

রিজভী বলেন, ‘অবৈধ ক্ষমতার মেয়াদ বাড়াতে পূর্বনির্ধারিত ফলাফল ঘোষণার পাতানো ডামি নির্বাচন ঘিরে দেশে এক অকল্পনীয় ভয়ংকর অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। বন্দুক-পিস্তল, রামদা, রড, জিআই পাইপ, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে মিছিল করছে তারা। নৌকা-ডামি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, রাষ্ট্রযন্ত্র প্রিজাইডিং অফিসার— সব আওয়ামীময়, একাকার হয়ে গেছে।

তিনি বলেন, ‘ছলে বলে কৌশলে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য মরিয়া তারা। প্রতিটি জনপদের মানুষ প্রার্থী আর তাদের সমর্থক এবং প্রশাসনের দলবাজ কর্মকর্তাদের প্রকাশ্য হুমকি ধামকীতে সন্ত্রস্ত। ভোট কেন্দ্রে না গেলে হত্যা, গ্রাম ছাড়া করার হুংকার দেওয়া হচ্ছে। কোনো কোনো প্রার্থী হুমকি দিচ্ছে, ভোট কেন্দ্রে না গেলে নাগরিক সুবিধা বাতিল করা হবে। ভোট না দিলে মসজিদ-কবরস্থান বন্ধ করার হুমকি দেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ নির্বাচন রিজভী

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর