Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনসভায় পঙ্কজ-শাম্মী গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৩ ১৭:১৩

বরিশাল: বরিশালে প্রধানমন্ত্রীর নির্বাচনি জনসভায় বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. শাম্মী আহমেদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এ ঘটনা ঘটে।

সোহাগ নামে আহত এক কর্মী বলেন, ‘জনসভায় যোগ দিতে পঙ্কজ নাথের নেতৃত্বে মেহেন্দিগঞ্জ থেকে বরিশালে আসি। বঙ্গবন্ধু উদ্যানে পৌঁছালে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. শাম্মী আহমেদের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে তারা।’

বিজ্ঞাপন

মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের কর্মী রেহান বলেন, ‘শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল হওয়ায় ক্ষোভে নৌকার কর্মীদের মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে।’

জনসভার মাঠে যখন হামলার ঘটনা ঘটছে সে সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন ডা. শাম্মী আহমেদ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে কেউ এ বিষয়ে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/একে

জনসভা টপ নিউজ বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর