Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৩ ১৫:০৩ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ ১৬:২৪

মাউন্ট মঙ্গনুইতে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে ঐতিহাসিক সিরিজ জয়ের লক্ষ্য ছিল শান্তদের। তবে বৃষ্টির কারণে সেই ম্যাচ শেষ পর্যন্ত আর পূর্ণতা পায়নি। বৃষ্টি না থামায় বে ওভালে সিরিজের দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।

ম্যাচের শুরুতে টসে জিতে বোলিং নিয়েছিলেন শান্ত। প্রথম ইনিংসের শুরু থেকেই আকাশ ছিল মেঘলা। ১১ তম ওভারের খেলা শেষে বৃষ্টি বেড়ে গেলে মাঠ ছাড়েন ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের রান তখন ২ উইকেটে ৭২। এরপর আর মাঠে গড়ায়নি খেলা। বেশ কয়েকবার বৃষ্টি থামলেও আবারও হানা দেওয়ায় আম্পায়াররা অপেক্ষায় ছিলেন।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত বৃষ্টি আর না থামায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। আগামী ৩১ ডিসেম্বর এই ভেন্যুতেই সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

সারাবাংলা/এফএম

টপ নিউজ নিউজিল্যান্ড বাংলাদেশ বৃষ্টি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর