Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ভোটার ১ কোটি ৩৪ লাখ, কেন্দ্র ৪৯৮৪টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৩ ১০:৩২ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ ১০:৩৯

খুলনা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ১০ জেলায় মোট ভোটারের সংখ্যা এক কোটি ৩৪ লাখ ৪৬ হাজার ৭৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৭ লাখ ৪৬ হাজার ৪৯১ জন এবং নারী ৬৭ লাখ ২০৫ জন। আর মোট ভোটকেন্দ্রের সংখ্যা চার হাজার ৯৮৪টি এবং ভোটকক্ষের সংখ্যা ৩০ হাজার ২৫৩টি।

খুলনা বিভাগের মোট ৩৬টি সংসদীয় আসনের মধ্যে দাখিলকৃত মনোনয়নপত্রের সংখ্যা ৩২২টি। এর মধ্যে বৈধ ২২৮টি, বাতিল ৯৪টি এবং প্রত্যাহার করা হয় ৩৮টি মনোনয়নপত্র। বিভাগের ৩৬টি সংসদীয় আসনের মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২৩৬জন।

বিজ্ঞাপন

খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর এসব তথ্য জানান। তথ্যমতে, বিভাগের ১০ জেলার মধ্যে খুলনার ৬টি সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ১৯ লাখ ৯৯ হাজার ৮৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১০ লাখ ৮৪ জন, নারী ভোটারের সংখ্যা ৯ লাখ ৯৯ হাজার ৭৮৪ জন, হিজড়া ভোটারের সংখ্যা ১৪ জন। এই জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৭৯৩টি এবং ভোটকক্ষের সংখ্যা ৪৭২০টি। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩৯ জন।

বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ১২ লাখ ৮১ হাজার ১৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছয় লাখ ৪৪ হাজার ৮৬জন, নারী ভোটার ছয় লাখ ৩৭ হাজার ৪০ জন, হিজড়া ভোটার আটজন। জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৪৮৮টি এবং ভোটকক্ষের সংখ্যা ২৭৯৬টি। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২৬জন।

সাতক্ষীরা জেলার ৪টি সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ১৭ লাখ ৪৬ হাজার ২২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা আট লাখ ৭৬ হাজার ৯৮৪ জন, নারী ভোটারের সংখ্যা আট লাখ ৬৯ হাজার ২২৮ জন, হিজড়া ভোটার ১২ জন। জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৬০২টি এবং ভোটকক্ষের সংখ্যা ৩৭১৮টি। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩০ জন।

বিজ্ঞাপন

যশোর জেলার ৬টি সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ২৩ লাখ ৩৯ হাজার ৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১১ লাখ ৭৬ হাজার ১০৫ জন, নারী ভোটার ১১ লাখ ৬২ হাজার ৯৫৩ জন, হিজড়া ভোটার ১৫ জন। জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৮২৫টি এবং ভোটকক্ষের সংখ্যা ৫২১৭টি। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩২জন।

নড়াইল জেলার ২টি সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ছয় লাখ ৪১ হাজার ১৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা তিন লাখ ২১ হাজার জন, নারী ভোটার তিন লাখ ২০ হাজার ১২৯ জন, হিজড়া ভোটার তিনজন, জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ২৫৭টি এবং ভোটকক্ষের সংখ্যা ১৪৪১টি। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১৪ জন।

মেহেরপুর জেলার ২টি সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা পাঁচ লাখ ৫৫ হাজার ৯৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা দুই লাখ ৭৭ হাজার ৪৯জন, নারী ভোটার দুই লাখ ৭৮ হাজার ৯১৫ জন ও হিজড়া ভোটার দুইজন। জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ২০৭টি এবং ভোটকক্ষের সংখ্যা ১২৯৮টি। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১৩ জন।

ঝিনাইদহ জেলার ৪টি সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ১৫ লাখ এক হাজার ৪৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা সাত লাখ ৫৪ হাজার ৬৭০ জন, নারী ভোটার সাত লাখ ৪৬ হাজার ৭৯৮ জন ও হিজড়া ভোটার ১২ জন। জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৫৮৫টি এবং ভোটকক্ষের সংখ্যা ৩৪২১টি। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২৬জন।

কুষ্টিয়া জেলার ৪টি সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ১৬ লাখ ৪৩ হাজার ৯১২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা আট লাখ ২২ হাজার ৫১৬ জন, নারী ভোটার আট লাখ ২১ হাজার ৩৮৮ জন ও হিজড়া ভোটার আটজন। জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৫৭৮ টি এবং ভোটকক্ষের সংখ্যা ৩৮২৩টি। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩১ জন।

চুয়াডাঙ্গা জেলার ২টি সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ৯ লাখ ৫০ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা চার লাখ ৭৫ হাজার ৭৯২ জন, নারী ভোটার চার লাখ ৭৪ হাজার ২৭৮ জন ও হিজড়া ভোটারের সংখ্যা আটজন। জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৩৫৪টি এবং ভোটকক্ষের সংখ্যা ২২২২টি। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১৫ জন।

মাগুরা জেলার ২টি সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা সাত লাখ ৮৭ হাজার ৯২০ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা তিন লাখ ৯৮ হাজার ২০৫ জন, নারী ভোটার তিন লাখ ৮৯ হাজার ৭১০ জন ও হিজড়া ভোটার পাঁচজন। জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ২৯৫টি এবং ভোটকক্ষের সংখ্যা ১৫৯৭টি। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১০জন।

খুলনা বিভাগের ১০ জেলার ১০ জন রিটানিং অফিসার, ৭১ জন সহকারী রিটার্নিং অফিসার, চার হাজার ৯৮৪ জন প্রিজাইডিং অফিসার, ৩০ হাজার ২৫৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৬০ হাজার ৫০৬ জন পোলিং অফিসার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

সারাবাংলা/আরআইটি/এনএস

খুলনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর