Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্সেনালকে চমকে দিল ওয়েস্ট হ্যাম, ব্রাইটনে বিধ্বস্ত টটেনহাম

স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৩ ০৯:২৫

এই সপ্তাহেই  লিভাপুরলের কাছে শীর্ষস্থান হারিয়েছিল তারা। এক ম্যাচ কম খেলা আর্সেনালের সামনে সুযোগ ছিল জয় দিয়ে শীর্ষে ফেরার। তবে ওয়েস্ট হ্যামের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে সেই সুযোগ হাতছাড়া করেছে গানার্সরা। এমিরেটস স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামের কাছে ২-০ গোলে হেরেছে আর্সেনাল। রাতের অন্য ম্যাচে ব্রাইটনের কাছে ৪-২ ব্যবধানে হেরে ম্যানচেস্টার সিটিকে টপকে সেরা চারে উঠে আসা হলও না টটেনহামের।

বিজ্ঞাপন

ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের কাছে ৮ বছর আগে সবশেষ হারের মুখ দেখেছিল আর্সেনাল। ম্যাচের শুরু থেকে দাপটের সাথে খেলেছে তারাই। গোলের সুযোগও এসেছিল প্রথম দশ মিনিটে। তবে স্রোতের বিপরীতে ১৩ মিনিটে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। টমাস সুচেকের গোল নিয়ে অবশ্য বেশ বিতর্কিত ছিল। সুচেককে পাস দেওয়ার আগে বল নিয়ন্ত্রণে নেন বোয়েন, এই সময় বল মাঠের বাইরে চলে গিয়েছিল কিনা সেটা নিয়েই বেশ কিছু তর্ক হয়েছে। শেষ পর্যন্ত রেফারি গোলের সিদ্ধান্তই দিয়েছেন।

বিজ্ঞাপন

প্রথমার্ধে সমতা ফেরানোর বেশ কিছু সুযোগ আসে আর্সেনালের সামনে। হেসুসের শট দারুণভাবে বাঁচিয়ে দেন ওয়েস্ট হ্যাম কিপার। ওডেগার্ডের শট পস্তে লেগে ফিরে আসলে পিছিয়ে থেকেই হাফ টাইম শেষ করে আর্সেনাল। দ্বিতীয়ার্ধেও সেই একই চিত্র। আর্সেনালের আক্রমণের বিপরীতে হঠাৎই লিড বাড়িয়ে নেয় ওয়েস্ট হ্যাম। ৫৫ মিনিটে ম্যাভ্রোপানোসের হেডে ২-০ তে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেও তাই উদযাপন করেননি ম্যাভ্রো।

ম্যাচে ফেরার জন্য মরিয়া আর্সেনাল মুহুর্মুহু আক্রমণে ওয়েস্ট হ্যাম রক্ষণভাগকে স্বস্তি দেয়নি মোটেও। তবে হেসুস, ওডেগার্ড, সাকারা বারবারই বক্সের ভিতর বল পেয়ে সুযোগ নষ্ট করেছেন। ৮২ মিনিটে বক্সের ভেতর হেসুস ফাউলের শিকার হলেও ভিএআরের কল্যাণে পেনাল্টি হজম করেনি ওয়েস্ট হ্যাম। ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি পায় ওয়েস্ট হ্যাম। তবে বেনরাহমার শট ঠেকিয়ে দেন আর্সেনাল কিপার রায়া। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট হ্যাম। এই হারে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল আর্সেনাল। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ওয়েস্ট হ্যাম।

রাতের অন্য ম্যাচে ব্রাইটনের কাছে ৪-২ গোলে হেরেছে টটেনহাম। ১১ মিনিটে হিনশেলউড প্রথমে গোল করে এগিয়ে দেন ব্রাইটনকে। এরপর জোড়া গোল করেন হোয়াও পেদ্রো। এসটোপিনানের গোলে ৪-০ তে এগিয়ে যায় ব্রাইটন। শেষের দিকে ভেলিস ও ড্যাভিয়েসের দুই গোল হারের ব্যবধান কমিয়েছে টটেনহামের। এই হারে ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে টটেনহাম। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে ব্রাইটন।

সারাবাংলা/এফএম

আর্সেনাল টটেনহাম টপ নিউজ প্রিমিয়ার লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর