Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আচরণবিধি ভেঙে রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী শাহজাহানের গণভোজ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৩ ২১:৪৪ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ ০৯:৩২

নারায়ণগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে এলাকায় গণভোজের আয়োজন করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া। তিনি কেটলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জ ইউনিয়নের ইছাপাড়া এলাকায় এক নির্বাচনি সভা শেষে স্থানীয় ভোটারদের নিয়ে গণভোজের আয়োজন করেন তিনি।

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি অনুযায়ী, নির্বাচনকালীন কোনো প্রার্থী অথবা তার পক্ষে কেউ গণভোজের আয়োজন করতে পারবেন না। এমনকি নির্বাচনি ক্যাম্পে কোমল পানীয় বা কোনরূপ উপঢৌকন প্রদান করা যাবে না।

তবে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া ভোটারদের নিয়ে গণভোজের আয়োজন করেন।

স্থানীয়রা জানান, ইছাপাড়া এলাকায় দুপুরে ‘কেটলি’ প্রতীকের প্রচারে শাহজাহানের নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত স্থানীয় ভোটারদের সামনে বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া।

পরে সমাবেশস্থলে ভোটারদের জন্য খাবার আয়োজন করা হয়। এই আয়োজনে অন্তত পাঁচ শতাধিক লোক অংশ নেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে কথা বলতে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ‘এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসবি/পিটিএম

গণভোজ স্বতন্ত্র প্রার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর