Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণ যাকে ভোট দেবে সেটাই মেনে নেবেন’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৩ ২০:০৭ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩ ২০:৩৯

ঢাকা: নেতাকর্মীসহ প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন। যার ভোট সে চাইবেন। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। জনগণ যাকে দেবে সেটাই মেনে নেবেন। সেভাবেই নির্বাচন পরিচালিত হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ছয় জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এদিন তিনি জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, চাঁদপুর ও বান্দরবান জেলার নির্বাচনি জনসভায় বক্তব্য দেন।

বিজ্ঞাপন

এ সময় উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রেখে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। তারা ২০০৮ সালে ভোট দিয়ে নির্বাচিত করেছে। ২০১৪ সালেও ভোট দিয়ে নির্বাচিত করেছে। ২০১৮-তেও নির্বাচিত করেছে। ফলে আমরা উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছতে পেরেছি। মাথাপিছু আয় বেড়েছে, ক্রয় ক্ষমতা বেড়েছে, প্রতিটি গ্রামকে আমরা শহরে রূপান্তর করছি।’

প্রধানমন্ত্রী তার সরকারের টানা মেয়াদে আর্থসামাজিকসহ অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরেন। আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বিশ্ব দরবারে বাংলাদেশ যেন মাথা উঁচু করে চলতে পারে। ২০২১ থেকে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা। যেটা জাতির পিতার স্বপ্ন ছিল।’

শেখ হাসিনা বলেন, ‘উন্নয়নশীল দেশের যে মর্যাদা সেটা বাস্তবায়ন করে সেই পথ ধরেই আমরা উন্নত বাংলাদেশ গড়ব। যে কারণে দেশবাসীর কাছে আমার আহ্বান, নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। মানুষের যে জীবনমান উন্নত হয়েছে, সেই উন্নত জীবনের ধারা অব্যাহত রেখে দেশের মানুষকে যেন আরও সুন্দরভাবে বাঁচার সুযোগ করে দিতে পারি। বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম; তারুণ্য তাদের জন্য। আজ যে শিশুটা জন্ম নেবে সেও যেন একটা সুন্দর জীবন পায়, নিরাপদ জীবন পায়, উন্নত জীবন পায়। সেই লক্ষ্য নিয়েই আমাদের পরিকল্পনা।’

বিজ্ঞাপন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইশতেহার ঘোষণার প্রসঙ্গ তুলে বলেন তিনি বলেন, ‘নির্বাচনি ইশতেহার আমরা গতকাল ঘোষণা করেছি। তাই আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রার্থীদের অনুরোধ করব আমাদের নির্বাচনি ইশতেহারটা পড়বেন এবং সেই লক্ষ্য নিয়ে জনগণের কাছে যাবেন। তাদের কাছে ভোট চাইবেন। এবারের নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র আছে। বিএনপি-জামায়াতের তো কাজই হচ্ছে মানুষকে পোড়ানো আর নির্বাচন ধ্বংস করা।’

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘গণতান্ত্রিক সরকার ধারাবাহিকভাবে ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত সরকারে আছে বলেই বাংলাদেশ উন্নত হয়েছে। এর আগে যারা ছিল তারা তো এক কদমও এগোতে পারেনি। দেশকে পিছিয়ে দিয়েছিল। এখন আমাদের বর্তমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগই পারবে আবার ক্ষমতায় এলে সেই অগ্রযাত্রা ধরে রাখতে।’

নেতাকর্মীদের উদ্দেশে দলীয় সভাপতি বলেন, ‘নৌকা মার্কার ভোটের জন্য আপনারা জনগণের ঘরে ঘরে যাবেন, দুয়ারে দুয়ারে যাবেন, ভোট চাইবেন। নৌকা মার্কায় ভোট দিয়ে যেন আমাদের সেবা করার সুযোগ দেয়। আর একটি কথা, এবার যেহেতু নির্বাচন নিয়ে জাতীয়-আন্তর্জাতিক নানারকম চক্রান্ত; সে কারণে নির্বাচনের পরিবেশটা সুন্দর, উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে হবে।’

নির্বাচন বয়কটের জন্য বিএনপি-জামায়াতের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি হচ্ছে সন্ত্রাসী দল। আরেকটা দল জামায়াত, তারা যুদ্ধাপরাধী দল। এরা নির্বাচনের না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এটা আমরা বিশ্বাস করি না। নির্বাচন অংশগ্রহণমূলক হবে জনগণের সমাবেশ হলে। ভোটারদের আগমনে এই নির্বাচন হবে অংশগ্রহণমূলক। আমরা সেটাই চাই।’

তিনি আরও বলেন, ‘ওই সন্ত্রাসী দল নির্বাচনে বিশ্বাস করে না। ওদের দিয়ে দেশের কোনো কল্যাণও হবে না। মানুষ খুন করা ছাড়া, দুর্নীতি করা ছাড়া তারা কিছুই দিতে পারবে না। সেই কারণেই আমরা কিন্তু আসন্ন নির্বাচনে দলের সবার জন্য প্রার্থিতা উন্মুক্ত করে দিয়েছি। হ্যাঁ নৌকা মার্কা দিয়েছি, আরও যারা দাঁড়াতে চায় তারাও দাঁড়িয়েছে। এখানে একটা অনুরোধ থাকবে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন। যার ভোট সে চাইবেন। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। এটা তো আমাদেরই স্লোগান। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এই স্লোগান দিয়েই তো আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই স্লোগান দিয়েই তো আমরা সংগ্রাম করেছি।’

শেখ হাসিনা আরও বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দরিদ্র থেকে শুরু করে সব মানুষেরই মুক্তি আসবে এবং এই দেশটা উন্নত-সমৃদ্ধ হবে। ইনশাআল্লাহ আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়েই ফের জনগণের সেবা করার সুযোগ পাবে। জনগণের কাছে সেটাই আমাদের দাবি। সেটাই আমাদের আকাঙ্ক্ষা।’

সারাবাংলা/এনআর/পিটিএম

জনগণ ভোট টপ নিউজ প্রধানমন্ত্রী ভোট শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর