Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৭ জানুয়ারির নির্বাচন সরকারের মেয়াদ বৃদ্ধির অপচেষ্টা মাত্র’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৩ ১৭:১২

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচন একটা অবৈধ, দুর্নীতিবাজ, দেশের সম্পদ লুটকারী, মানুষের অধিকার হরণকারী সরকারের মেয়াদ বৃদ্ধির অপচেষ্টা মাত্র।

জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা তাদের (সরকার) না বলুন। তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই নির্বাচনি খেলা ব্যর্থ করে দিন।’

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে লিফলেট বিতরণপূর্ব সংক্ষিপ্ত সমা‌বে‌শে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে নির্বাচনি খেলা চলছে। এই নির্বাচনে জনগণের মত প্রকাশের কোনো সুযোগ নাই। এখানে কোনো বিরোধী রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না। কাজেই এই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে না। কারণ, সরকারবিরোধী কোনো পক্ষ এই নির্বাচনে নাই।’

আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘তাদের নির্বাচনি ইশতেহারে বড় বড় কথা আছে। কিন্তু, গতকালই বাংলাদেশের এই ঢাকা মহানগর ছিল বায়ুদূষণের দিক থেকে সারা দুনিয়ার শীর্ষে। তারা (আওয়ামী লীগ) বলে দেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। কী উন্নয়ন হল তাহলে? আপনারা এই ঢাকা শহরকে বায়ুদূষণে শীর্ষ করেছেন।’

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ নজরুল ইসলাম খান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর