Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্র-শনিবার বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৩ ১৩:৫৩ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৯

ঢাকা: সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা একদফা দাবিতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামীকাল ২৯ ডিসেম্বর (শুক্রবার) ও ৩০ ডিসেম্বর (শনিবার) গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১২০ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে চারটি। এসব মামলায় আসামি করা হয়েছে ৩৩৭ জনের অধিক নেতা-কর্মী। এছাড়া পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের হামলায় আহত হয়েছে ১৫ জনের অধিক নেতা-কর্মী।

সারাবাংলা/এজেড/এনএস

অসহযোগ আন্দোলন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর