Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভোটারদের বাধা-হুমকি দিলে শাস্তির বিধান রয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৩ ১২:৪২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩ ১৩:৫৫

কুড়িগ্রাম: ভোটারদের বাধা বা হুমকি দেওয়া হলে তার জন্য শাস্তির বিধান করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ভোটাররা প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রাশাসক ও রিটার্নিং কর্মকর্তার হলরুমে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছে। যদি কেউ ভোটারদের বাধা দেয়, হুমকি-ধামকি দেয়, পথে ঘাটে ঘরে বাইরে যেখানেই হোক- এজন্য শাস্তির বিধান করা হয়েছে। ভোটাররা নির্ভয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে পারবেন।’

এ সময় রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক-ই-লাহী চৌধুরী, রংপুর রেঞ্জের আ্যাডিশনাল ডিআইজি
এসএম রশিদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আগামী ৭ জানুয়ারির নির্বাচনে কুড়িগ্রাম জেলার ৪টি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত সকল প্রিজাইডিং
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা একই হলরুমে ৪টি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী এমপি প্রার্থীদের সঙ্গে মতবিনিয় করবেন।

সারাবাংলা/জেডআই/এনএস

নির্বাচন কমিশন রাশেদা সুলতানা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর