Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদাবরে প্রাইভেটকার চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৩ ২৩:৩৩

ঢাকা: রাজধানীর আদাবরে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত (৫৫) বছরের এক নারী মারা গেছে।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মাহবুবুল আলম জানান, সন্ধ্যার দিকে আদাবর থানার পাশের রাস্তায় একটি জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখতে পান সেখানে ওই নারী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। সেখানে থাকা লোকদের কাছে জানতে পারেন, একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে চলে গেছে।

ওই পথচারী আরও জানান, তাকে উদ্ধার করে প্রথমে ওই নারীকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে ওই নারীর অবস্থার অবনতি দেখে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। তবে ঘটনাস্থলের আশপাশের কেউই তার নাম-পরিচয় জানাতে পারেনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি আদাবর থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/একে

ঢাকা মেডিকেল নারীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর