Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধিদের সাক্ষাৎ

স্টাফ করেসপেন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৩ ২১:৩০ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ২৩:০০

ঢাকা: বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষকদলের দুই সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে সিলেটে পররাষ্ট্রমন্ত্রীর নিজ বাসভবন হাফিজ কমপ্লেক্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, ইইউ প্রতিনিধিরা আওয়ামী লীগের আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী ইইউ প্রতিনিধিদের কাছে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজকে প্রধানমন্ত্রী ইশতেহার ঘোষণা করেছেন। আমরা কী কী চাই তা সেই ইশতেহারে আছে। আমরা শান্তি চাই, আমরা স্থিতিশীলতা চাই, আমরা কোনো ধরনের সন্ত্রাস চাই না। আমরা বাকস্বাধীনতা চাই, আমরা মুক্ত গণমাধ্যম চাই, আমরা মানবাধিকার চাই, আমরা গণতন্ত্র চাই। আমরা আমাদের জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা চাই। আমরা স্বাস্থ্যখাতে বিশ্বমানের চিকিৎসা চাই। আমরা একটা স্মার্ট বাংলাদেশ চাই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি ইইউ প্রতিনিধিদের বলেছেন, আমাদের পররাষ্ট্রনীতি এমনভাবে ডিজাইন করেছি যে, আমরা সবসময় শান্তি চাই। আমরা যুদ্ধ চাই না। আমরা একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি মেনে চলি। কিন্তু অনেক দেশ আমাদের টানাটানি করে। এতে আমাদের সমস্যা হয়। আমরা কারো লেজুড় হতে চাই না। আমরা স্বাধীন দেশ।

ড. মোমেন বলেন, অনেক বড় বড় দেশ আমাদের দেশে অনেক কিছু বিক্রি করতে চায়। আমরা শুধু দেখি আমাদের দেশের মানুষের কোনটাতে মঙ্গল হবে। তারা (বিদেশিরা) জোর করে, কিন্তু আমরা জিনিস কিনি না। সে জন্য তারা আমাদের উপর কিছুটা অসন্তুষ্ট। তখন তারা বিভিন্ন রকমের অজুহাত নিয়ে আসে। কিন্তু আমাদের নীতি আছে। নীতির উপর থাকলে অন্যরা শ্রদ্ধা করে।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী জানান, সিলেট ১ আসনে তার কোনো প্রতিদ্বন্দ্বী আছে কি না- তা জানতে চেয়েছে ইইউ প্রতিনিধিদল। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমিসহ পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা কোনো প্রার্থীকে ছোট করে দেখি না। আমি আমার প্রচার চালিয়ে যাচ্ছি, তারাও তাদের প্রচার চালাচ্ছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ইইউ প্রতিনিধিরা নির্বাচন নিয়ে কোনো পর্যালোচনা বা মন্তব্য করেনি। তারা সাংবাদিকদের সঙ্গেও মুখোমুখি হতে চায়নি। তারা শুধু শুনতে চায়।

ইইউ প্রতিনিধিদলের দুই সদস্য হলেন, আইন ও মানবাধিকার বিশেষজ্ঞ রেবেকা কক্স এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষক শার্লট সুইবস।

এর আগে, আজ দুপুর ১২টায় সিলেটের একটি হোটেলে স্থানীয় বিএনপির সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির, সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।

এদিকে আজ বুধবার বিকেলে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে কেন্দ্রীয় বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপি নেতারা বৈঠকে যোগ দেন ঢাকা প্রান্ত থেকে। ইইউ প্রতিনিধি দল বৈঠকে যোগ দেন সিলেট প্রান্ত থেকে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ছয়জন। এদিন বিকেলে ৩টায় শুরু হয়ে বৈঠক শেষ হয় ৪টা ১০ মিনিটে।

আরও পড়ুন 

সারাবাংলা/আইই

টপ নিউজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর