ভোট বর্জনের লিফলেট বিতরণ, বাসদের ৫ নেতাকর্মী আটক
২৭ ডিসেম্বর ২০২৩ ২০:২৬ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ২২:২৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ৭ জানুয়ারি নির্বাচনে ভোট বর্জনের আহবান জানিয়ে লিফলেট বিলির সময় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
আটক পাঁচজন হলেন- বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) চট্টগ্রাম নগর ইনচার্জ আল কাদেরী জয়, শ্রমিক ফ্রন্টের নেতা হেলাল উদ্দিন, বাসদ নেতা মোহাম্মদ জসিম, নাজিম উদ্দীন বাপ্পী ও ছাত্র ফ্রন্ট নগরের সভাপতি মিরাজ উদ্দিন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারি সারাবাংলাকে বলেন, ‘বিকেলে লিফলেট বিতরণের সময় স্থানীয় কয়েকজন তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। স্থানীয়দের অভিযোগ ছিল তারা রাষ্ট্রবিরোধী কাজ করছে। পরে পুলিশ তাদের পাঁচজনকে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে কোনো মামলা এখনও হয়নি। তাদেরকে ছেড়ে দেওয়া হবে কি হবে না সেটা এখনও সিদ্ধান্ত হয়নি।’
এদিকে বাসদের পাঁচ নেতাকে আটক করায় এক বিবৃতিতে নিন্দা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, বাসদ নগরের সদস্য আকরাম হোসেন, রায়হান উদ্দীন ও বাসদ (মার্কসবাদী) জেলার আহবায়ক শফি উদ্দিন কবির আবিদ।
সারাবাংলা/আইসি/এনইউ