Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরামপুরে ফিলিং স্টেশনে আগুন, ৫০ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৯

দিনাজপুর: জেলার বিরামপুর উপজেলায় শারমিন ফিলিং ষ্টেশনের তেলের রিজার্ভ ট্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের পাশে রেলগুমটি সংলগ্ন শারমিন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

রিজার্ভ ট্যাংকে থাকা ২৭ হাজার লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল পুড়ে যায়। প্রায় ৫০ লাখ টাকা ক্ষতির দাবি ফিলিং স্টেশন মালিকের।

শারমিন ফিলিং স্টেশনের মালিক আক্কাস আলী বলেন, হঠাৎ করে আজ বিকেলে পাম্পের রিজার্ভ ট্যাংকে আগুন লাগে। আগুন কিভাবে লেগেছে তা সিসিটিভি ফুটেজ দেখে বলা যাবে। তবে ট্যাংকে থাকা ২৭ হাজার লিটার তেল নষ্ট হয়েছে সবমিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আমিরুল ইসলাম বলেন, আজ বিকেল ৩টায় বিরামপুর শারমিন ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি তদন্ত শেষে বলা যাবে।

সারাবাংলা/এনএস

ফিলিং স্টেশনে আগুন বিরামপুর

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর